Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অতিরিক্ত এক টুকরো কেক খেয়েছেন নিমন্ত্রিত? CCTV ফুটেজ পাঠিয়ে ‘ক্ষতিপূরণ’ দাবি নববধূর

অতিথি দেব ভবঃ! ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন যুগল। আর এই আনন্দের দিনে তাঁরা আমন্ত্রণ জানিয়েছিলেন কাছে মানুষদের। খাওয়া-দাওয়া বাদ দিয়ে বিয়ে বাড়ি হয় নাকি! কিন্তু, এই বিয়ের কনে ‘একটু আলাদা’। অতিথিদের জন্য বরাদ্দ ছিল ১টি কেকের টুকরো। কিন্তু, এক অতিথি তুলে নিয়েছিলেন অতিরিক্ত আরও এক টুকরো কেক। আর CCTV-তে সেই ফুটেজ দেখেই অতিথির থেকে টাকা চেয়ে বসলেন কনে। ঘটনায় রীতিমতো অবাক সেই অতিথি।

অবাক হচ্ছেন! অনেকে হয়তো ভাবছেন নিছকই মজা। কিন্তু না! বাস্তবেই ঘটেছে এই ঘটনা। বিষয়টি ঠিক কী? সম্প্রতি আমেরিকায় এক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন ‘কাছে মানুষজনরা’। সকলের জন্য আয়োজন করা হয়েছিল কেকের।

বিয়ের অনুষ্ঠান কেটে যাওয়ার পর CCTV-তে সেই সুখের মুহূর্ত দেখছিলেন নতুন কনে। তখনই তাঁর চোখ আটকায় একটি দৃশ্যতে। একটি নয়, দুটি কেকের টুকরো নিয়েছেন একজন অতিথি। এরপরেই সঙ্গে সঙ্গে অতিথিকে কনে মেসেজে বলেন, ‘আমরা CCTV ফুটেজে দেখলাম তুমি ২ টুকরো কেক নিলে। কিন্তু, আমরা স্পষ্ট জানিয়েছিলাম একজন অতিথির জন্য বরাদ্দ একটি কেক। সেক্ষেত্রে আরেক টুকরো কেকের জন্য তোমাকে টাকা দিতে হবে।’ এমনকী, অতিথির অতিরিক্ত এক পিস কেক খাওয়ার ভিডিয়ো ফুটেজও পাঠান নতুন করে। সঙ্গে লেখেন, অতিরিক্ত কেক খাওয়া জন্য ৩.৬৬ ডলার অর্থাৎ ৩৬৬ টাকা সঙ্গে সঙ্গে তাঁকে পাঠাতে।

এই অভিজ্ঞতার কথা Reddit-এ জানান ওই অতিথি। এরপরেই নেটদুনিয়ায় শোরগোল পড়েছে। এক অতিথি লিখেছেন, ‘নববধূকে বলুন আদালতে যেতে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ওই অতিথির উচিত উপহারের অর্থ ফেরত চাওয়া। কেকের জন্য যদি তিনি টাকা চাইতে পারেন সেক্ষেত্রে উপহারের টাকা ফেরত নেওয়ার মধ্যে সমস্যার কী রয়েছে।’ অপর এক নেটিজেনের অবশ্য মন্তব্য, ‘বিষয়টি অত্যন্ত মজাদার। এই নববধূ বেশ হিসেবি হবে।’

একজন নেটিজেন আবার দাবি করেছেন, অতিরিক্ত কেক খাওয়ানোর জন্য হানিমুন প্যাকেজ বুক করে দেওয়ার কথা বলা উচিত ছিল নববধূর। এদিকে, কেকের টাকা শেষমেশ অতিথি দিলেন কিনা, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে নেটপাড়ায়। শুধু তাই নয়, ভবিষ্যতে এই নববধূ আবার আমন্ত্রণ জানালে সেই পার্টিতে কি যাবেন এই অতিথি? মজার ছলে উঠছে এই প্রশ্নও।

Related posts

বৃষ্টির মধ্যে রাস্তায় পরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে দুই ভাই! ভয়াবহ দুর্ঘটনা

News Desk

পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ৫মিনিট দেরি, এই বছরের মত পরীক্ষা দেওয়া হল না WBCS পরীক্ষার্থীদের

News Desk

হোয়াটসঅ্যাপে ‘রেড হার্ট’ ইমোজি পাঠালে গুনতে হতে পারে মোটা জরিমানা! খাটতে হতে পারে জেলও

News Desk