Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

চুম্বন থেকে সঙ্গমের দৃশ্যই বড়সড় বিপদ ডেকে এনেছিল সেক্স বম্ব মল্লিকার জীবনে! শুনলে শিউরে উঠবেন

বলিউডে এমন অনেক নায়িকা আছেন যারা ছবিতে থাকলে সাহসী দৃশ্য থাকবে নিশ্চিত। এটিও কারণ এই সুন্দরীরা তাদের অভিনয়ের কারণে নয় বরং সাহসী দৃশ্য দেওয়ার কারণে প্রচুর লাইমলাইট পেয়েছে। এমনই এক অভিনেত্রীর নাম মল্লিকা শেরাওয়াত। মল্লিকা শেরাওয়াত এখন পর্যন্ত অনেক ছবি করেছেন কিন্তু প্রতিটি ছবিই আলোচনায় ছিল তার অভিনয় বা ছবির গল্পের কারণে নয় বরং তার সাহসী ইমেজের কারণে।

সঙ্গমের দৃশ্যে দেহের উত্তেজনা জাগানোর দৃশ্যে এত পারদর্শিতার সাথে সহজে অভিনয় করতে সক্ষম হবার কারণে মল্লিকাকে একসময়ে পতিতা নারীর তকমা দিয়েছিল নেটিজেনরা। যৌনতার দৃশ্যে শিহরণ জাগাতে কিংবা ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যই হোক মল্লিকা শেরওয়াতের জুড়ি মেলা ভার।

মল্লিকা শেরাওয়াত প্রথম লাইম লাইটে আসেন ২০০৩ সালে ‘খোয়াইশ’ ছবি থেকে। এই ছবিতে হিমাংশু মালিকের সঙ্গে ১৭টি চুম্বনের দৃশ্য করেছেন মল্লিকা। ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াতের ‘মার্ডার’ ছবিতে মল্লিকা সাহসিকতার সব সীমা অতিক্রম করেছিলেন। শুধু এই ছবির দৃশ্যই নয়, ‘ভেগে লিপ তেরে’ গানটিও এমন ছিল যে সবার সামনে শুনলেই লজ্জা পাবেন। শরীরী উত্তেজনা জাগানো মল্লিকা শেরওয়াত আজও হিন্দি সিনেমার জগতে সেক্স সিম্বল হিসেবে সকলের কাছে পরিচিত।

বলিউড ছাড়াও হলিউডেও কাজ করেছেন মল্লিকা। কিন্তু তার এই সাহসী দৃশ্যের জন্যই তাকে দিতে হয়েছে খেসারত এক পুরোনো সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মল্লিকা শেরওয়াত।

সঙ্গমের দৃশ্যে দেহের উত্তেজনা জাগানোর দৃশ্যে এত পারদর্শিতার সাথে সহজে অভিনয় করতে সক্ষম হবার কারণে মল্লিকাকে একসময়ে পতিতা নারীর তকমা দিয়েছিল নেটিজেনরা।
অনস্ক্রিন সঙ্গমের দৃশ্য দেখে অনেকেই তাকে বাস্তবেও যৌন প্রস্তাব দিতে শুরু করেছিল বলে মল্লিকা জানিয়েছেন। যতদিন যাচ্ছিলো সমস্যা আরও বড় আকার নিয়েছিল। একাধিক কাজ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় হাতছাড়া হয়েছিল। জীবনের সবচেয়ে বড় সমস্যায় পড়েছিলেন মল্লিকা, সাহসী চরিত্রে অভিনয় করেই। তবে মল্লিকা জানিয়েছেন, তিনি আপোস করতে পছন্দ করতেন না কোনওকিছুতেই। তিনি গর্ব বোধ করেন নিজেকে নিয়ে। এবং তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন প্রতিটি জায়গায় প্রমাণ করতে গিয়েই। অভিনেত্রী মল্লিকা (Mallika Sherawat) আরও বলেছেন, পুরুষরা বাস্তবে তাকে তেমনই ভেবে বসে ছোট পোশাক পরলে কিংবা চুম্বন করলেই। এবং সেটাই মল্লিকার সঙ্গে ঘটেছিল। নিজের জায়গায় অনড় ছিলেন মল্লিকা একাধিক প্রজেক্ট থেকে বাদ যাওয়ার পরও। বড়পর্দা থেকে অনেকদিন ধরেই দূরে ছিলেন মল্লিকা শেরওয়াত। দীর্ঘদিন বাদে নিজের কেরিয়ার নতুন করে শুরু করছেন মল্লিকা শেরওয়াত ওটিটি-দিয়েই। ইতিমধ্যেই মল্লিকা শেরওয়াত ওটিটি-তে পা রেখেছেন। এই প্রথমবার মল্লিকাকে অভিনয় করছেন সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজে। মল্লিকা কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন। এছাড়াও রয়েছেন এষা গুপ্তা এবং গৌতম রোডের মতোন অভিনেতারাও। বলাই বাহুল্য মল্লিকা ফের সেক্সি চাবুক ফিগারে উষ্ণতার পারদ চড়াচ্ছেন।

Related posts

কোন খাতে জীবন এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন ইরফান। মৃত্যুবার্ষিকীতে জানালেন স্ত্রী

News Desk

৮ মাস পর বিবাহ বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন আমির খান! জানালেন আসল কারণ

News Desk

জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারো কেন NCB দফতরে আসতে হল আরিয়ান খানকে

News Desk