Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

আবারও প্যান্ট ছাড়াই রাস্তায় বেরোলেন মালাইকা, প্যান্ট কোথায় কটাক্ষের শিকার অভিনেত্রী

মালাইকা আরোরা (Malaika Arora) বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং আইটেম গার্লও বটে। বলিউড সিনেমায় এবং বহু পপ অ্যালবামে তিনি কাজ করেছেন। আরবাজ খানের প্রাক্তন স্ত্রী ও সলমন খানের বউদি ছিলেন তিনি। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হলেও ফিটনেসের দিক থেকে নতুন আগত যেকোনো অভিনেত্রীকে টক্কর দেবেন তিনি। তাকে বলা হয় বলিউডের ফিটনেস গুরু। ৪৭ বছর বয়সেও নানা হট ফটোশুটে হিট মালাইকা। স্বল্প পোশাকে যে শুধু স্টুডিওর ক্যামেরায় ধরা দেন এমনটাই নয় রীতিমত মুম্বাইয়ের রাস্তায় সাহসী পোশাকে অবতীর্ণ হতেও সাবলীল তিনি।

তাই নিয়ে বহু সময় কটাক্ষের সন্মুখীনও হতে হয় তাকে। মালাইকার জীবনও বিতর্কে ভরপুর।ব্যাক্তিগত জীবন হোক কি পরনের পোশাক, সব সময়ই কিছু না কিছু নিয়ে ট্রোল হতে হয় তাঁকে। কিন্তু এমন এক কান্ড ঘটিয়েছেন তিনি, যা সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। হাই-হিল বুট , ঢোলা ঢালা পড়ে রাস্তায় দেখা গেছে মালাইকাকে, এটা নতুন কিছুই না। কিন্তু ঢিলা ঢালা একটা জামা পরলেও প্যান্ট না পরেই জনসমক্ষে উপস্থিত হয়েছেন তিনি। ঘটনাটি শুনে অনেকেই হয়ত কিছুটা আশ্চর্য হচ্ছেন বোধহয় ! অনেকেই মনে মনে ঘটনাটি কতটা সঠিক এই নিয়েও প্রশ্ন তুলছেন ! একজন সেলিব্রিটি এমন ভুল করতে পারেন নাকি! অবাক লাগলেও সত্যি সত্যি ঠিক এমনটাই ঘটেছে। অনেক নেটিজেনরা এই ঘটনাটিতে নিজেদের মতামত জানিয়ে এবং কিছুটা কটাক্ষ করে বলেছেন মালাইকা হয়তো বেরোনোর সময় নিজের প্যান্টটাই পরতে ভুলেই গেছে।

এ রকম অর্ধেক পোশাক পরে বেরতে দেখেই ট্রোলিং শুরু করে দেন নেটিজেনরা । কেউ বলেন, মাথা খারাপ হয়ে গেছে। কেউ বলেন, ‘এরা যে কেন পুরো পোশাক পরে না।’ । অভিনেত্রীকে প্রায় সবারই একটাই প্রশ্ন ওঠে ‘প্যান্ট কোথায়’? এরকমই নানা কটূক্তিতে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। যদিও তাতে পাত্তা দেয়নি মালাইকা অরোরা। বক্ষযুগল উন্মুক্ত করে হোক কিংবা অনাবৃত উরু বার করে সাহসী পোশাকে ধরা দিয়ে সর্বদাই খবরের শিরোনামে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী। হট ছবি পোস্ট করে বহুবার নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেও তিনি নিজের খেয়াল খুশিতেই চলেন।তবে বলাই বাহুল্য এ সব ট্রোলকে একেবারেই পাত্তা দেন না অর্জুন কাপুরের প্রেমিকা মালাইকা । তার কাছে বিতর্ক যেন জলভাত হয়ে গিয়েছে ।

Related posts

একুশে শাহরুখ কন্যা সুহানা! অভিনয়ে আসার আগেই নেট দুনিয়ার সেনসেশন তিনি! কেন?

News Desk

এমনও দিন গেছে শুধু জল খেয়ে রেকর্ডিং করেছেন! ফিরে দেখা কিংবদন্তি লতা মঙ্গেশকরের জীবন!

News Desk

রণবীরের সাথে প্রিয় সেক্স পজিশন কী? বিস্ফোরক সাক্ষাৎকারে খোলাখুলি ফাঁস করলেন আলিয়া

News Desk