Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

যৌনতার দৃশ্য থেকে ঘনিষ্ঠ চুম্বন, জনকে আকৃষ্ট করতে বিপাশাকে কী টিপস দিয়েছিলেন পূজা ভাট

বলিউডের সুপার হট অভিনেত্রী বিপাশা বসু। ‘বং বিউটি’ বিপাশা বসু মানেই শরীরী ভাষায় কানায় কানায় উপচে পড়ছে যৌনতা। নব্বইয়ের দশকের এই সাহসী অভিনেত্রী পর্দায় রীতিমত ঝড় তুলেছিলেন। বিপাশা বসু মানেই বিনোদন। নায়িকার অনন্য ভঙ্গিমায়, এখনও কাবু নেট দুনিয়া। ফটোশুটের বোল্ড লুকে হোক কি সিনেমার সাহসী দৃশ্যে সাবলীল ভাবেই রীতিমতো ঝড় তুলেছেন লাস্যময়ী বাঙালি কন্যা। জিসম, রাজ, আলোন, নানা সিনেমায় সাহসী থেকে আরো সাহসী হয়ে পর্দায় রীতিমতো ঝড় তুলেছেন লাস্যময়ী নায়িকা। অধিকাংশ সিনেমায় নিজের শরীরকে হাতিয়ার করে দর্শক কে কাবু করেছেন এই বঙ্গতনয়া।

সিনেমার পর্দায় যৌনতা হোক কি শারীরিক নানা দৃশ্যে ঝড় তোলা বলিউডের এই সেক্স সিম্বলকে নাকি ঘনিষ্ঠ দৃশ্যের আগে টিপস নিতে হত। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিপাশার কেরিয়ারের অন্যতম সফল সিনেমা জিসম। পূজা ভাটের পরিচালনায় জিসম ছবির শুটিং চলাকালীনই জনের সাথে প্রেমের সম্পর্ক হয় বিপাশার। শারীরিক খেলা আর যৌনতার বহু দৃশ্য আছে এই সিনেমায়। যেই সমস্ত দৃশ্যে বিপাশা বসু রীতিমত কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু এই সমস্ত দৃশ্যের আগে তাঁকেও নিতে হয়েছিল টিপস।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অবিশ্বাস্য নয়, এটাই সত্যি। জিসম সিনেমার কিছু দৃশ্যে জনের সঙ্গে শারীরিক অতরঙ্গতা করতে হত। আর তার আগে পূজা ভাটের উপদেশকে কাজে লাগিয়েই উদ্দাম শরীরী দৃশ্যে পাগল করেছিলেন দর্শকদের। কী ছিল সেই সিক্রেট টিপস।

২০০৩ সালে ‘জিসম ‘ছবিতেই জনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে পূজা ভাটের উপদেশকে কাজে লাগিয়েই উদ্দাম শরীরী নেশায় পাগল করেছিলেন ভক্তদের। ‘জিসম’ সিনেমার মূল ইউএসপি ছিল জন-বিপাশার কেমিস্ট্রি। যৌন দৃশ্যে বিপাশার বোল্ড দৃশ্যই ছিল সিনেমাটির অন্যতম পাওনা।

এই সমস্ত সাহসী দৃশ্যকে কীভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন বিপাশা তা নিয়ে জানিয়েছিলেন জিসমের পরিচালক পূজা ভাট। তিনি জানিয়েছেন বিপাশার যাতে কোনো অস্বস্তি না হয় সেই বিষয়টি তিনি খেয়াল রেখে ছিলেন।সিনেমার কিছু দৃশ্যে শরীরী ভাষার ইশারায় জনকে নিজের দিকে আকর্ষিত করতে হত বিপাশাকে। তবে পূজা ভাট বিপাশা কে বুঝিয়েছিলেন, কোনো অতিরিক্ত কিছু না করে কিভাবে দৃশ্যটি পর্দায় বিশ্বাসযোগ্য কীভাবে করে তোলা যায়, সেটাই করতে।

এছাড়া যৌন দৃশ্যের শ্যুটিংয়ের সময়ও কয়েকজন বেছে নেওয়া টেকনিশয়ান, ক্যামেরাম্যান, আর ঘনিষ্ঠ কয়েকজন কলা কুশলীর সঙ্গেই কাজ করতেন পূজা। যাদের উপস্থিতিতে কোনো অস্বস্তি হতো না অভিনেত্রীর। এইভাবেই তৈরী হয়েছিল জিসম এর মত সিনেমার একটি যৌন আবেদনে পরিপূর্ন সিনেমা।

Related posts

“মায়ের বান্ধবীর সাথে যৌনতায় জড়িয়েছিলাম”! প্রতিযোগীর বিস্ফোরক বয়ানে চাঞ্চল্য

News Desk

অশ্লীল প্রস্তাবের হাত থেকে প্রিয়াঙ্কাকে বাচাঁন সালমান। শুটিং চলাকালীন কি ঘটেছিল।

News Desk

আবারো শোকের খবর বলিউডে! ঘুমের মধ্যেই মারা গেলেন ‘টু স্টেট’ সিনেমা খ্যাত অভিনেতা

News Desk