Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এই প্রাণীর লোম ব্যাবহার করে তৈরী হয়েছিল পৃথীবির প্রথম টুথব্রাশ, জানেন!

প্রতিদিন সকালে প্রত্যেক টা মানুষ ঘুম থেকে উঠেই ব্রাশ করে থাকি টুথব্রাশ দিয়ে। যদিও এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আপনি কি টুথব্রাশ ব্যবহার করছেন বা কত দামের টুথব্রাশ ব্যবহার করছেন, ইম্পর্টেন্ট হলো আপনি খেয়াল রাখছেন নিজের ওরাল হেলথ এর। যদিও গ্রামের দিকে টুথব্রাশ না বরং তারা নিমের ডাল দিয়েই ব্রাশ করে থাকেন। এই ডাল ব্যবহার করলে এতে দাঁত পরিষ্কার হয় দেখা যায় ও মাড়ি মজবুত থাকে। আচ্ছা কখনো আপনার মনে কি প্রশ্ন জেগেছে যে, প্রথমে কি দিয়ে দাঁত মাজত মানুষ তা জানার জন্য।

আজ আমরা এই নিয়েই কিছু তথ্য জানাবো আপনাদের। মানুষ আগের সময়ে দাঁত পরিষ্কার করতে মাটি ও গাছের ডাল ব্যবহার করতেন। এরপর টুথব্রাশের আবিষ্কার হয় সময়ের অগ্রগতির সাথে সাথে। জানা যায় চীন দেশের এক রাজার ভূমিকা রয়েছে টুথব্রাশের আবিষ্কারের পেছনে। প্রথমবার টুথব্রাশ এর ব্যবহার হয়েছিল 26 শে জুন 1498 সালে। ঐতিহাসিকরা বলেন প্রথম টুথব্রাশের ব্যবহার করেন চীনের মিঙ্গ বংশীয় শাসক হোগঞ্ঝি। যা অনেকটাই আলাদা দেখতে ছিল বর্তমান সময়ের টুথব্রাশ এর তুলনায়।

Worlds First toothbrush developed from pigs hair

হোগঞ্ঝির মনে হয়েছিল কাঠের অপর পশুর লোম দিয়ে দাঁত পরিষ্কার করা বেশি সহজ হবে দাতুনের বদলে। তাই প্রথমবার 1498 সালে শুয়োরের লোম দিয়ে টুথব্রাশ তৈরি করা হয়েছিল। জানা যায় 3000 BC তে গাছের পাতলা ডাল দিয়ে দাঁত মাজতেন চীনা নাগরিকেরা। তারা সুগন্ধি গাছের ডাল দিয়ে দাঁত মাজা শুরু করেন 1600 BC র শুরু থেকে। এতে পরিষ্কারও হয়ে যেত তাদের দাঁত আবার দুর্গন্ধ দূর হতো মুখের। এরপর চীনা নাগরিকেরা পশুর লোম দিয়ে দাঁত মাজা শুরু করলেন নিজের রাজার অনুকরণ করে।

যদিও পেস্টের আবিষ্কার তখন হয়নি। তাই মাটি ও ডিমের খোসার ব্যবহার করে পেস্ট তৈরি করতেন চীনা নাগরিকেরা। সময়ের সাথে সাথে টুথব্রাশে অন্যান্য জিনিসের ব্যবহার শুরু হতে থাকে পশুর লোম এর বদলে। বালোচ কৈরোথার্স একটি সুপার পলিমার বানান 1935 সালে। যা নাইলন নামে পরিচিত বর্তমান সময়ে। এরপর থেকে নাইলনের ব্যবহার শুরু হয় পশুর লোম এর বদলে। এই ভাবেই প্রথমবার ইলেকট্রিক টুথব্রাশ বাজারে লঞ্চ হয় 1960 সালে। বিভিন্ন ধরনের বিভিন্ন রংয়ের টুথব্রাশ বর্তমান সময়ে বাজারে খুব সহজেই যে কোন দোকানে পাওয়া যায়।

Related posts

রাস্তায় পড়ে আছে কড়কড়ে ৫০ হাজার টাকার নোট! কুড়িয়ে পেয়ে যা করলেন এক গ্রামবাসী

News Desk

আবারও রেকর্ড সংখ্যক সংক্রমণ ভারতে! ১ দিনে আক্রান্ত ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন

News Desk

৫.১১ ফুট উচ্চতাতেও না খুশ! ৩ ইঞ্চি দৈর্ঘ্য বাড়াতে কত টাকার ঋণ নিলেন শুনলে অবাক হবেন

News Desk