Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কাল অফলাইনে শুরু মাধ্যমিক পরীক্ষা! আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিল পরীক্ষার্থী

মাধ্যমিক পরীক্ষার শুরু আগামী সোমবার থেকে। এবার অফলাইনেই হবে পরীক্ষা। আর পরীক্ষার ঠিক আগের দিনই এক অঘটন ঘটে গেল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো একজন মাধ্যমিক পরীক্ষার্থী। বর্ধমানের কাটোয়া থানার আউড়িয়া গ্রামে ওই বালকের বাড়ি, আর নিজের বাড়িতেই আত্মহত্যা করল। মুখ্য কারণ হিসেবে জানা যাচ্ছে যে ওই পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার চাপ নিতে না পেরেই আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার ঘটনায় ওই এলাকা শোকাচ্ছন্ন হয়ে আছে।

রবিবার সকালেই বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত আউড়িয়া গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা স্থানীয় চারচন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া বছর ১৬ এর বিশাল চৌধুরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রাহুল দাঁ যিনি বিশালের মামা, তিনি জানিয়েছেন যে আগামী দিনের মাধ্যমিক পরীক্ষা নিয়ে খুব আতঙ্কিত ছিল বিশাল। বাড়িতে বেশ অনেকবারই জানিয়েছে যে সে খুব মানসিক চাপে ভুগছে পরীক্ষা নিয়ে। বিশাল কিন্তু পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতো। পরীক্ষা নিয়ে আতঙ্ক ছিল বলেই বিশাল আত্মঘাতী হয়েছে বলেই দাবী করেছেন তার মামা। প্রতিবেশী শান্তনু দত্ত বলেন, বিশাল পড়াশোনায় ভালো ছিল। তার আচরণ খুবই স্বাভাবিক ছিল রবিবার সকালেও। প্রতিবেশীরাও জানান যে টানা বছর দুয়েক অনলাইনে পরীক্ষা হয়েছে কিন্তু এবার অফলাইনে হচ্ছে আর তাই নিজের প্রতি আত্মবিশ্বাসে ঘাটতির কারণেই তার এই আতঙ্কের সৃষ্টি হয়েছিল, আর পাড়ার খুব মেধাবী ছাত্র নামে পরিচিত বিশাল আত্মহত্যা করেছে।

তাহলে কি এই বছরের মত বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? কি ভাবে হবে রেজাল্ট

স্কুলের মেধাবী ছাত্র বিশাল চৌধুরীর মাধ্যমিক পরীক্ষার ঠিক একদিন আগে আত্মহত্যার ঘটনায় (Madhyamik Student Death) বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারাও সকলেই হতভম্ব। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বছর ১৬র মেধাবী ছাত্র যে এত বড় পদক্ষেপ নিতে পারে পরীক্ষা ভীতি থেকে তা বিশ্বাস করতে পারছেন না বিশালের চেনা পরিচিত কেউই।

প্রসঙ্গত, ফের রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক ঠিক দুই বছরের ব্যবধান শেষে। ২০২০ সালের পর করোনা আবহে মাধ্যমিক পরীক্ষা অনলাইনেই দিতে হয় পরীক্ষার্থীদের গত দু-বছর। অবশেষে অফলাইনে পরীক্ষা হতে চলেছে এবার ২০২২-এ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায়। মাধ্যমিক পরীক্ষায় করোনা বিধিনিষেধের পাশাপাশি নকল রুখতে এবার পর্ষদের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন রাজ্যের একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সোমবার থেকেই। ইতিমধ্যেই বিষয়টি শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। ফলে দুপুরে পরীক্ষার সময় ও আগে পরে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে সোমবার থেকে বিভিন্ন জায়গায় এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে।

Related posts

গঙ্গাবক্ষে কলকাতা আর শহরতলি দর্শন, নভেম্বর থেকে ক্রুজে ভ্রমণের সুযোগ নিয়ে এল IRCTC

News Desk

নৃশংস! কলকাতার বুকে ৭২ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হলো পথ কুকুর

News Desk

খোলা জায়গায় প্রকাশ্যে অবাধে হয় পর্ন ছবির শুটিং! দাড়িয়ে দেখে পর্যটকরা

News Desk