Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গঙ্গাবক্ষে কলকাতা আর শহরতলি দর্শন, নভেম্বর থেকে ক্রুজে ভ্রমণের সুযোগ নিয়ে এল IRCTC

শীতের দিন। হালকা মিঠে রোদ গায়ে মেখে গঙ্গা বক্ষে ভেসে বেড়ানো। সাথে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নানা ইতিহাস প্রত্যক্ষ করা। এবার ভারতীয় রেলের অনুসারী সংস্থা আইআরসিটি কলকাতা তথা বাংলার জন্যই নিয়ে এল এক নতুন ভ্রমণ প্যাকেজ। গঙ্গবক্ষে প্রমোদতরীতে চেপে গঙ্গার তীরবর্তী বাংলার ইতিহাসকে ছুঁয়ে দেখা যাবে। মোট দুই রাত তিন দিনের এই নদীপথে সফরের নাম দেওয়া হয়েছে ‘অন্তরা রিভার সুত্র ক্রুজ’।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এই প্রমোদতরীতে নদীপথে কলকাতার পাশাপাশি নিয়ে যাবে কলকাতার নিকটবর্তী একদা ফরাসি উপনিবেশ গঙ্গাতীরের শহর হুগলি জেলার চন্দননগরে। নিয়ে যাবে একই জেলার হংসেশ্বরী মন্দিরের শহর বাঁশবেড়িয়ায়। আবার তাঁতের শাড়ির ইতিহাস খ্যাত নদিয়ার ফুলিয়ায় গঙ্গা ঘাটেও আসবে এই প্রমোদতরী। প্রতিটি জায়গাতেই আরামদায়ক আর ভালো হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা হবে বলেও জানানো হয়েছে।

এই প্রমোদতরীতে সফর হবে মোট দশবার এই নভেম্বর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত। আগামী ৫ ও ২৬ নভেম্বর, ১৭ ও ২৪ ডিসেম্বর শুরু হবে প্রমোদতরীর যাত্রা আইআরসিটিসি-র ওয়েবসাইট অনুসারে। প্রমোদতরীতে চড়া যাবে আগামী বছরের প্রথম তিন মাসে ৭ ও ১৪ জানুয়ারি, ১৪ ও ১৮ ফেব্রুয়ারি, ৪ ও ২৫ মার্চ।

তবে খরচ ভালই এই সফরে। মাথাপিছু খরচ ৫৫,১২৫ টাকা প্রমোদতরীর কেবিনে একা থাকলে। আরও খরচ ৩১,৫০০ টাকা একজনকে নিয়ে একসঙ্গে থাকলে। ১৫,৭৫০ টাকা ৫ থেকে ১২ বছরের যাত্রীদের জন্য মাথাপিছু দিতে হবে। যাঁরা ১৮ বছরের উপরে এই সফরে অংশ নিতে চান, তাঁদের করোনা টিকা দু’টি নেওয়া থাকতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে টিকিট কাটার আগে। টিকিট ভ্রমণ শুরুর ৩০ দিন আগে বাতিল করলে আইআরসিটিসি ১৫ শতাংশ টাকা ফেরাবে। কিন্তু কোনও অর্থ ফেরত পাওয়া যাবে না ২৯ দিন হয়ে গেলেও।

Related posts

OMG! আট বউ নিয়ে সংসার করছেন এই যুবক! কেমন চলছে তার দাম্পত্য

News Desk

আনন্দ নয়, দুর্গাপুজোর সময় শোকে কাতর হন ‘মহিষাসুরের বংশধর’ এই অসুর সম্প্রদায়ের মানুষেরা

News Desk

মাত্র ১ টাকায় চপ, সিঙ্গারা! ২ টাকায় ঘুগনি! এই দামে বিক্রী করেও আজ লাখপতি এই ব্যবসায়ী

News Desk