Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ট্যাটু করতে করতেই যৌন লালসা মেটাত ট্যাটু শিল্পী! ট্যাটু শিল্পীর আচরণ নিয়ে বিস্ফোরক মহিলারা

আজকালকার দিনে বহু মানুষ নিজের দেহে ট্যাটু করাতে পছন্দ করেন। সে ক্ষেত্রে ট্যাটু আর্টিস্ট এর উপর ভরসা করেন নারী থেকে পুরুষ সকলে। কিন্তু ট্যাটু করার সুযোগ কাজে লাগিয়ে এই ব্যাক্তি যা করলেন তা ভীষণ নিন্দনীয়। সম্প্রতি কেরালার কোচিতে এক নামকরা ট্যাটু শিল্পীর আসল চেহারা সকলের সামনে খুলে গেল। অভিযুক্ত ট্যাটু শিল্পীর নাম সুজীশ পিএস, যার কোচিতে একটি বিখ্যাত ট্যাটু স্টুডিও রয়েছে। বিপুল সংখ্যক মানুষ এখানে ট্যাটু করাতে আসেন। সুজিশ পিএস দীর্ঘদিন ধরে এখানে আসা নারী-শিশুদের নিজের ঘৃণ্য লালসার শিকার বানিয়ে আসছিল। কিন্তু এখন তার মুখোশ সবার সামনে খুলে গেছে।

কিছুদিন আগে ১৮ বছর বয়সী এক তরুণী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে সুজিশ পিএসের স্টুডিওতে ট্যাটু করাতে গিয়ে তাকে ধর্ষিত হতে হয়েছিল। ধর্ষক সুজিশ পিএসের বিরুদ্ধে আওয়াজ উঠানো মেয়েটির এই পোষ্টটি ভাইরাল হয়ে যায়।
এরপর একে একে আরো ভিকটিম নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনে। তারা সবাই এই ট্যাটু শিল্পীর লালসার শিকার হয়। তারপর থেকে এখনও পর্যন্ত সুজিশ পিএসের বিরুদ্ধে মোট ৭টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ সুজেশ পিএসকে হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্তে নেমেছে।

কোচি শহরের পুলিশ কমিশনার সিএইচ নাগারাজু এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, মোট সাতজন মহিলা তাঁর কাছে এসেছেন এবং অভিযোগ করেছেন যে যখন তারা জনপ্রিয় ট্যাটু শিল্পী সুজেশ পিএস এর স্টুডিওতে ট্যাটু করাতে গিয়েছিলেন তখন তাদেরকে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল। অপবাদের ভয়ে এই মহিলারা তখনকার মত নীরব থাকলেও যখন এই ১৮ বছরের তরুণীর পোস্ট সামনে আসে তারাও সাহস পান এই বিষয়ে মুখ খোলার।

ওই কিশোরী একটি Reddit পোস্টের মাধ্যমে খোলসা করেছিল যে সুজিশ তাকে ট্যাটু স্টুডিওর ভিতরে ধর্ষণ করেছিল। তার পোস্ট প্রকাশের পর, বেশ কয়েকজন মহিলা সোশ্যাল মিডিয়ায় তাদের উপর একই ধরনের নিগ্রহের বিষয়ে মুখ খুলতে শুরু করেন। কোচি শহরের পুলিশ কমিশনার সিএইচ নাগারাজু আরও জানিয়েছেন, সুজেশকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজিশকে চেরানাল্লুর পুলিশ হেফাজতে নিয়েছে। ভারতীয় দণ্ডবিধির 354 এবং 376 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

Related posts

কেন্দ্রকে আবারও চিঠি মমতার: এবার মেডিসিন আর চিকিৎসা সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহারের করার দাবি জানালেন।

News Desk

কাকপক্ষীও টের পায়নি! ট্রেনে স্ত্রীর মৃতদেহ নিয়ে ৫০০ কিমি পথ পাড়ি দিলেন ব্যাক্তি!

News Desk

এই দোকানের কচুরীর স্বাদে মুগ্ধ হতেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব! সেই প্রাচীন দোকান আজও আছে কলকাতার বুকে

News Desk