এই বছরের মতন বাতিল হয়ে গেলো মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই কথা। মুখ্যমন্ত্রী জানান করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন রাজ্যের গড়া বিশেষজ্ঞ কমিটি। এর পরে গতকাল রাজ্যের পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করোনা আবহে সংঘটিত করা নিয়ে মতামত চাওয়া হয়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান ‘রাজ্যের পড়ুয়া, অভিবাবক ও আমজনতার ৮৩ শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিক বাতিলের পক্ষে রায় দিয়েছেন ‘। তিনি আরও বলেন, ‘ প্রতিটা মানুষের মতামতের গুরুত্ব রয়েছে। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণও আছে। রাজ্যের গঠিত বিশেষজ্ঞ কমিটিও মতামত দিয়েছেন এই সময় পরীক্ষা না নেওয়ার। যেহেতু অতিমারী চলছে, বহু স্কুল সেফ হাউস হয়ে গিয়েছে। বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। তাই আমরা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।’
প্রসঙ্গত ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা এই বছরের মতন বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টও এই করোনা অতিমারী আবহে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দেওয়ায় সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে। তারপর এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের থেকে সরে এলো পশ্চিমবঙ্গে সরকারও। বাতিল হয়ে গেল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে? মুখ্যমন্ত্রী জানান কীভাবে মূল্যায়ন হবে, তা আগামী সাতদিনের মধ্যে ঘোষণা করা হবে। উচ্চ শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দফতরের আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।