Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনার চিকিৎসায় আর অপরিহার্য নয় আইভারমেকটিন-ডক্সিসাইক্লিন, নয়া নির্দেশিকা কেন্দ্রের

করোনা আক্রান্তের চিকিৎসায় আর প্রয়োজন নেই দুটি বিশেষ ওষুধের । এমনকি তেমনভাবে কোনো দরকার নেই জিঙ্ক, মাল্টিভিটামিনের ইত্যাদির খাওয়ারও। নয়া গাইডলাইন প্রকাশ করে এই পরামর্শ দেওয়া হল কেন্দ্রের তরফে।

করোনা চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ হিসেবে আগেই বাদ পড়েছিল হাইড্রক্সিক্লোরোকুইনের নাম। এবার করোনা চিকিৎসায় ওষুধের তালিকার বাইরে চলে গেল আইভারমেকটিনও (Ivermectin), করোনা ভাইরাসের চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহার করলে সুফল মেলে, এমন কোনও প্রমাণ মেলেনি। তাই এই নিষেধাজ্ঞা। পাশাপাশি নিষেধ এসেছে অ্যান্টি বায়োটিক ডক্সিসাইক্লিন (Doxycycline) ব্যাবহারের উপর।

করোনার চিকিৎসায় আর অপরিহার্য নয় আইভারমেকটিন-ডক্সিসাইক্লিন, নয়া নির্দেশিকা কেন্দ্রের

আজ ভারতের স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্ত ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসের (Director of Health Services) তরফে এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে , যে সমস্ত করোনা আক্রান্তের মৃদু উপসর্গ রয়েছে বা যারা উপসর্গহীন তাদের কোনও ওষুধই প্রয়োজন নেই। পাশাপাশি মুঠোমুঠো মাল্টিভিটামিন, জিঙ্ক ট্যাবলেটও ইত্যাদি খাওয়ারও দরকার নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এতে করে শরীরের উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে বলে।

করোনা তে সেই ভাবে আক্রান্ত না হলে প্রয়োজন নেই সিটি স্ক্যান বা অন্যান্য একগাদা মেডিক্যাল পরীক্ষারও। কারণ, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এই সমস্ত শারীরিক পরীক্ষা অতিরিক্ত কিছু বিপদ ডেকে আনছে করোনা রোগীদের জন্যে। যেমন সিটি স্কান থেকে ফুসফুসে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাই এসবের প্রয়োজন না পড়লে না করানোই ভালো বলছেন তারা। কেন্দ্রের এই নতুন নির্দেশিকায় মাস্ক, সামাজিক দুরত্ব বিধি বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার, ইত্যাদির উপর বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। এছাড়া করোনা থেকে সেরে ওঠার পর রোজকার খাদ্য তালিকায় স্বাস্থ্যকর, পুষ্টিকর খাওয়াদাওয়ায় করতে বলা হয়েছে।

Related posts

মারা গেলেন মির্জাপুর খ্যাত অভিনেতা! মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে পচা গলা দেহ উদ্ধার পুলিশের

News Desk

সবজি বিক্রেতার ছদ্মবেশে গোপন নথি পাচার , জড়িত ভারতীয় এক সেনাও। গ্রেফতার ISI এর গুপ্তচর

News Desk

ভায়াগ্রা খেয়ে চরম উত্তেজনার বশে স্ত্রীয়ের সঙ্গে এ কী কাণ্ড ঘটালেন ৮০ বছরের বৃদ্ধ

News Desk