Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাতিল হয়ে গেলো মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক , কিভাবে হবে মূল্যায়ন?

এই বছরের মতন বাতিল হয়ে গেলো মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই কথা। মুখ্যমন্ত্রী জানান করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন রাজ্যের গড়া বিশেষজ্ঞ কমিটি। এর পরে গতকাল রাজ্যের পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করোনা আবহে সংঘটিত করা নিয়ে মতামত চাওয়া হয়েছিল।

বাতিল হয়ে গেলো মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক , কিভাবে হবে মূল্যায়ন?

মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান ‘রাজ্যের পড়ুয়া, অভিবাবক ও আমজনতার ৮৩ শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিক বাতিলের পক্ষে রায় দিয়েছেন ‘। তিনি আরও বলেন, ‘ প্রতিটা মানুষের মতামতের গুরুত্ব রয়েছে। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণও আছে। রাজ্যের গঠিত বিশেষজ্ঞ কমিটিও মতামত দিয়েছেন এই সময় পরীক্ষা না নেওয়ার। যেহেতু অতিমারী চলছে, বহু স্কুল সেফ হাউস হয়ে গিয়েছে। বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। তাই আমরা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।’

প্রসঙ্গত ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা এই বছরের মতন বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টও এই করোনা অতিমারী আবহে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দেওয়ায় সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে। তারপর এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের থেকে সরে এলো পশ্চিমবঙ্গে সরকারও। বাতিল হয়ে গেল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে? মুখ্যমন্ত্রী জানান কীভাবে মূল্যায়ন হবে, তা আগামী সাতদিনের মধ্যে ঘোষণা করা হবে। উচ্চ শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দফতরের আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

Related posts

অরুণাচলে নদীর জলের রং বদলে আচমকাই কালো, ভেসে উঠেছে মরা মাছ। নেপথ্যে চীনের হাত?

News Desk

১২ বছর পর ভাঙতে চলেছে শাকিরা-জেরার্ড পিকের জুটি! নেপথ্যে কি কারণ

News Desk

Breaking News: প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন! অকাল প্রয়াণে শোকোস্তব্ধ ক্রিকেট বিশ্ব

News Desk