Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সত্যিই কী জাতিস্মর? মৃত্যুর ৮ বছর পর পুনর্জন্ম নিয়ে মায়ের সাথে দেখা করতে এল ছেলে

সোনার কেল্লার মুকুল কে মনে আছে। আগের জন্মে যে ছিল রাজস্থানের জয়সলমীর এর বাসিন্দা। চিত্রনাট্যটি একটি সিনেমার। কিন্তু পুনর্জন্ম, পরজন্ম, জাতিস্মর ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিজ্ঞান সন্দেহ প্রকাশ করলেও বেশকিছু মনস্তত্ত্ববিদ এর মতে এই ব্যাপারটা পুরোটা ভুল নাও হতে পারে।

পৃথিবীতে এমন বেশ কিছু ঘটনা বিষয় জানার আছে যেখানে শিশুরা প্রায়শই নিজেদের আগের জন্মের বিষয়ে কথা বলে। আগের জন্মের প্রায় অনেক কথাই এটা সঠিক ভাবে বলে। বিজ্ঞান এই বিষয়টিকে সঠিক না মানলেও এটা তো সত্যি যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যে রহস্য আমাদের বোঝার বাইরে। তেমনই একটি ঘটনা ঘটল হরিয়ানায়।

কুসুম গায়েত নামে একজন সাংবাদিক এই ঘটনাটির বিষয়ে সকলকে অবহিত করেছেন। হরিয়ানার পুতকুল্লা গ্রামের একটি ৮ বছরের ছোট ছেলে হঠাৎ করেই তার আগের জন্মের কথা বলতে শুরু করে দেয়।

প্রায়শই সে বলতো আগের জন্মে তার সাথে কি হয়েছে , সে কে ছিল ইত্যাদি নানা কথা। এইটুকু বাচ্চার কথা কে প্রথম প্রথম কেউ এতটা আমল দেয়নি। কিন্তু আস্তে আস্তে একজন লোকের মাধ্যমে তারা জানতে পারে তাদের ছোট্ট ছেলেটি যেমন বলছে তেমন একটি ঘটনা বেশ কয়েক বছর আগে পাশের গ্রামে ঘটেছে। এরপরই বাচ্চাটির বাবা-মা কৌতুহলী হয়ে ওঠে। সব থেকে বড় কথা পাশের গ্রামে হওয়া ঘটনার বয়স এবং তার ছেলের বয়স এক।

ছেলেটির বাবা মা সিদ্ধান্ত নেয় তাদের ছেলেকে তারা পাশের গ্রাম গোয়েকাকুল্লাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়া মাত্রই আরও চমক গ্রাম দেখেই সেই গ্রামে তার বেড়ে ওঠা, বসবাস করা নিয়ে একের পর এক স্মৃতি রোমন্থন করতে শুরু করে ছেলেটি। এমনকি তার বাবা-মাকে জানায় তার আগের জন্মের বাবা-মার কথা। ছেলেটির বাবা মা তাকে তার কথামতো পূর্বজন্মের বাবা-মার কাছে নিয়ে যায়।

অবাক করা কথা হলো তাদের দেখা মাত্র নিজের বাবা-মা বলে চিনে ফেলে ৮ বছর বয়সী শিশুটি। এমনকি সে আগের জন্মে কেমন ছিল, বাবা মার সাথে কি কথা বলত , এমনকি রেল দুর্ঘটনায় কিভাবে তার মৃত্যু হয়েছিল সবকিছু সবিস্তারে জানায়। এইসব শুনে তার আগের জন্মের বাবা-মাও বলে অবশ্যই আমাদের ছেলে আবার জন্মেছে।

এতকিছুর পরেও অবশ্য কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছিল, ঠিক তখনই হঠাৎ করে ছেলেটি তার পূর্ব জন্মের মাকে বলে ওঠে, মাথায় ঘোমটা দিতে। কথাটা শুনে ভীষণ চমকে যান ওই মহিলা এবং সঙ্গে সঙ্গে তিনি মেনে নে যে ছেলেটি সত্যি তার পূর্ব জন্মের ছেলে। অবশ্য ছেলেটি তার এ জন্মের বাবা মার সাথেই আছে।

জাতিস্মর আদৌ হয় কি হয় না তাই নিয়ে অনেক মতানৈক্য আছে। বিজ্ঞান মানতে না চাইলেও মনস্তত্ত্ববিদরা একটি নতুন শাখা খুলেছে যার ভেতরে তারা এই সমস্ত জটিল বিষয় নিয়ে গবেষণা করে। এর নাম প্যারাসাইকোলজি। প্রসঙ্গত কলকাতাতেও ছিল এক প্যারাসাইকোলজি সোসাইটি যার আজীবনের মেম্বার ছিলেন সোনার কেল্লার রচয়িতা সত্যজিৎ রায়।

Related posts

বাড়িতে অশান্তি! বধূর সাথে ২ বছরের মেয়েকেও জীবন্ত দগ্ধ করলেন শাশুড়ি ও স্বামী, তারপর..

News Desk

নারকীয়! ৮৭ বছরের শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত বছর ত্রিশের সাফাইকর্মী

News Desk

রাতে ঘুমোচ্ছিলেন, আচমকাই শাশুড়ি ঘরে এসে যা করলেন! রেকর্ডিং দেখে হুঁশ উড়লো তরুণীর

News Desk