Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

‘লিওনার্দোর সঙ্গে সেক্স টিপস শেয়ার করি’, টাইটানিকের নায়ককে নিয়ে বিস্ফোরক দাবি নায়িকা কেটের!

টাইটানিক মুক্তি পেয়েছে পার হতে চলল প্রায় ২৪ বছর। কিন্তু এই সিনেমা ঘিরে নস্টালজিয়া যেন এখনো টান টান। এই সিনেমার মুখ্য চরিত্রে জ্যাক ও রোজের ভূমিকায় অভিনয় যারা করেছিলেন সেই লিওনার্দো দি কাপ্রিও আর কেট উইন্সলেটের জুটি তো সর্বজনবিদিত। টাইটানিক সিনেমার কিছু অত্যন্ত উষ্ণ যৌন দৃশ্যের কথা তো সকলেরই মনে আছে। এছাড়া চরিত্রের প্রয়োজনে কেট সম্পূর্ন নগ্ন হয়ে একটি দৃশ্যে অভিনয় করেছিলেন লিওনার্দোর সাথে।

ছবির যৌন দৃশ্য সম্পর্কে কেট বলেছিলেন, ‘আমরা দু’জনেই আসলে নিজেদের সিনেমার চরিত্রকে প্রচণ্ড আপন করে নিয়েছিলেন। ক্যামেরা রোলিং হচ্ছে শুনলেই আমরা যেন বাস্তবিক হয়ে যেতাম জ্যাক আর রোজ। বিভোর হয়ে যেতাম নিজেদের চরিত্রে। এতোটাই যে আমার রোজ চরিত্রটি সত্যি সত্যিই, লিওনার্দো- চরিত্র জ্যাকের প্রেমে পড়েছিল।’

এরপরেই কেট করেছিলেন এক বিস্ফোরক মন্তব্য! তিনি বলেন, ‘ টাইটানিকের যৌন দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা দারুন। ক্যামেরা রোলিং বন্ধ হলে, ও উঠে দাঁড়িয়ে, চলে যায় আর সাথেসাথে দৃশ্যটি শেষ হয়ে যায়। আর আমি সেখানে শুয়ে ভাবছিলাম, কেন দৃশ্যটি শেষ হল! কারণ শুটিং এর অভিজ্ঞতা দারুন আনন্দদায়ক ছিল।’

তাই সিনেমা মুক্তির বহু বছর পার হয়ে গেলেও এই জুটি আজও শিহরণ ধরায় মানুষের মনে। অবশ্য সেই টাইটানিকের সময় থেকেই লিওনার্দো আর কেট উইন্সলেট ভীষণ ভালো বন্ধু। অফ স্ক্রিন তারা একে অপরের বিষয়ে বেশ সাপোর্টিভ। সম্প্রতি কেট উইন্সলেট একটি সাক্ষাৎকারে লিওনার্দোর সঙ্গে তাঁর রসায়ন এবং বিশেষ বন্ধুত্বের ব্যাপারে কথা বলেন। যা ছড়িয়ে পড়ে আগুনের মতো।

কেট জানান যে লিওনার্দো তার বিশেষ কাছের বন্ধু। এতটাই বেশি গাঢ় বন্ধুত্ব দুজনের যে সেক্স নিয়ে খোলামেলা আলোচনা করেন… একে অপরকে যৌনতা সম্পর্কিত টিপসও দেন!

একটি সাক্ষাত্‌কারে কেট উইন্সলেট বলেন, ‘সেক্স নিয়ে যে আমরা দুজনে তুল্য মূল্য বিচার করি তা নয় কিন্তু কিভাবে নিজেদের সেক্স লাইফ আরও ভালো করা যায় তা নিয়ে একে অপরকে অনেক উপকারী উপকারী টিপস দিই। বাস্তব জীবনে সেই সমস্ত টিপস মেনে চলে ভালো ফলও পেয়েছি। এ ব্যাপারে আবার লিও বেশ পারদর্শী। ও আমাকে যা যা সেক্স টিপস দিয়েছে, তার সব কটাই আমার যৌন জীবনে দারুণ কাজ করেছে।’

অবশ্য তাদের বন্ধুত্ত্ব নিয়ে গর্বিত লিও। Oprah-র শোয়ে এসে একবার লিওনার্দো দি ক্যাপ্রিও বলেছিলেন, তিনি আর কেট হলিউডের মধ্যেই অভিজ্ঞতা অর্জন করেছেন। ভীষণ অল্প বয়স থেকেই সহকর্মীর গণ্ডি পেরিয়ে তাঁরা একে অপরের পাশে থাকার সাপোর্ট সিস্টেম।

Related posts

সুযোগ পেতে শুতে হবে, হতে হবে ভিডিও কলে নগ্ন, কাস্টিং ডিরেক্টরকে কাঠগড়ায় তুললেন উরফি জাভেদ

News Desk

পরিবেশ বাঁচাতে রাষ্ট্রসংঘের নতুন গানে বলিউডের রমরমা, কে কে থাকছেন

News Desk

পর্ন থেকে কত টাকা রোজগার করতেন রাজ কুন্দ্রা! নায়িকাদের নগ্ন করে চলত অডিশন? জানুন অজানা তথ্য

News Desk