Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোন পেশার মানুষ পরকীয়ায় বেশী লিপ্ত হয়? ডেটিং অ্যাপের সমীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

প্রেমের যে কতরকম ভাগ আছে মানব সমাজে তা বলা মুশকিল! তবে প্রেম যত ধরণের থাকুক না কেন, পরকীয়া কে একটু অন্য নজরেই দেখেন সবাই। দ্বিধার শেষ নেই পরকীয়া নিয়ে। কিন্তু এর মানে এই নয় যে পরকীয়া থেমে আছে। মারাত্বক এক নেশার মতো হল পরকীয়া।

সেই অর্থে মানুষের জীবিকার সঙ্গে কোনও প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও সবচেয়ে বেশি পরকীয়াতে লিপ্ত হন কোন পেশার মানুষ তা জানতে একটি অনলাইন ডেটিং মাধ্যম সম্প্রতি সমীক্ষা করেছিল। আর সংস্থাটি সেই সমীক্ষার ভিত্তিতেই জানিয়েছে সর্বাধিক পরকীয়ায় লিপ্ত হন কোন পেশার মানুষ, তার মজাদার তথ্য।

সাম্প্রতিক সমীক্ষা খ্যাতনামা ডেটিং ওয়েবসাইটটির বলছে, পরকীয়ার প্রবণতা সর্বাধিক ১২টি পেশার মানুষের মধ্যে। আর পরকীয়ার প্রবণতায় শীর্ষে রয়েছেন চিকিৎসকরা এই পেশার মানুষদের মধ্যে।

১। পরকীয়ায় লিপ্ত নারীদের মধ্যে সমীক্ষা অনুসারে ২৩ শতাংশই ছিলেন চিকিৎসক কিংবা নার্স। সংশ্লিষ্টরা কারণ হিসেবে বলছেন, পরকীয়ার আশ্রয় নিয়েছেন তাঁরা লম্বা সময় ধরে কাজ করা ও মানসিক চাপ কমানোর জন্যই। অন্য দিকে ৫ শতাংশ ছিলেন চিকিৎসক পরকীয়ায় লিপ্ত পুরুষদের মধ্যে।

২। সর্বাধিক পরকীয়ায় আগ্রহ দেখিয়েছেন দ্বিতীয় যে পেশার মানুষ সেটি হল শিক্ষাক্ষেত্র। সমীক্ষকদের পরকীয়ায় লিপ্ত নারীদের ১২ শতাংশ ও পুরুষদের ৪ শতাংশই অধ্যাপক, প্রভাষক কিংবা শিক্ষক বলে মত।

৩। তালিকার তৃতীয় স্থানে উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা রয়েছেন। ৯ শতাংশ নারী ও ৮ শতাংশ পুরুষ পরকীয়ায় আগ্রহী এই ধরনের পেশায় যুক্ত ছিলেন বলে দেখা গিয়েছে সমীক্ষায়।

৪। খুচরো বিক্রেতা, সমাজকর্মী, যোগাযোগ মাধ্যমের কর্মী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী, উকিল, বিনোদন জগতের মানুষ, কৃষিকাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন যাঁরা, তারা এই তালিকায় রয়েছেন। সর্বাধিক ২৯ শতাংশই পুরুষের মধ্যে কোনও না কোনও ভাবে ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন সমীক্ষকরা।

তবে এই ধরনের সমীক্ষাকে কখনওই সামাজিক সত্যের সামগ্রিক প্রতিফলন বলে ধরা যায় না তা বলা বাহুল্য। কাজেই হাল্কা ভাবে নেওয়াই যুক্তিযুক্ত এই ধরনের সমীক্ষা।

তথ্যসূত্রঃ আনন্দবাজার পত্রিকা

Related posts

ঘরের ভিতর থেকে টানা ভেসে আসছে বাচ্চার কান্না! পাড়া প্রতিবেশী এসে দেখলো হারহিম করা দৃশ্য

News Desk

উদ্বেগ বাড়িয়ে ২.৬৮ লক্ষের ঘরে দৈনিক করোনা সংক্রমণ, বিপদ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও

News Desk

পিরিয়ড চলাকালীন সেক্স করা নিরাপদ কি? পড়ুন

News Desk