Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

খোলামেলা পোশাকে আলোড়ন, দেখে আঁতকে উঠেছিলেন নুসরাতের বাবা-মা! কী বলেছিলেন মেয়েকে

বলিউড নায়িকা নুসরাত বারুচা। তার অন্যতম হিট সিনেমা ‘সনু কি টিটু কি সুইটি ‘। সেই সিনেমার একটি দৃশ্যে নুসরাতের সাহসী খোলামেলা পোশাকে আলোড়ন তোলা দেখে রীতিমত আঁতকে উঠেছিলেন তার বাবা-মা। জাতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন নুসরাত নিজেই।

‘সোনু কি টিটু কি সুইটি’ সিনেমার একটি গানে একটি লাল রঙের ব্রালেট পরে রীতিমত শিহরণ জাগিয়েছিলেন নুসরাত বারুচা। এই গানে তার সাহসী দৃশ্যায়ন তাঁকে রাতারাতি লাইম লাইটে নিয়ে এসেছিল। তাকে ঘিরে শুরু হয়েছিল দারুন চর্চা। গানটি মুক্তি পাওয়ার পর এত হিট হয়েছিল যে নায়িকার বাবা মা ভীষণ আগ্রহ নিয়ে দেখতে বসেছিলেন।

৩ মিনিট ৪৩ সেকেন্ড সময়ের গানটি শেষ হওয়ার পর সেই গানে নুসরাত কে দেখে তারা জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি গানের দৃশ্যে ওটা কি ব্রা পরেছো?’ বাবা মার কাছ থেকে এ জাতীয় প্রশ্ন শুনে প্রথমে খুব অপ্রস্তুত হয়ে পড়েছিলেন নুসরাত। তবে তিনি বুঝেছিলেন তাঁর বাবা মা তাঁকে আগে এমন সাহসী পোশাকে দেখে অভ্যস্ত নন। পরিস্থিতি বুঝে নুসরাত বলেছিলেন, ‘এটা আসলে ব্রালেট। ফ্যাশন ডিজাইনাররা এই পোশাককে এই নামেই ডাকেন। আর এটা অনেকেই পরে থাকেন।’

সিনেমাটি হল রিলিজ করার আগেই জনপ্রিয়তা লাভ করে গানটি। দারুন হিট হয়। প্রশংসা পায় নায়িকা নুসরাত। চতুর্দিকে মেয়ের এত নাম ডাক শুনে খুশি হয়েছিলেন নুসরাতের মা-বাবাও। তারা বুঝেছিলেন, শুধু সিনেমার দৃশ্যের কারণেই ব্রালেট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তাদের মেয়ে নুসরাত। মেয়ের পোশাক নিয়ে যত প্রশ্ন ছিল, তা মিলিয়ে যেতেও সময় লাগেনি তাদের।

নুসরাত বারুচা জয় সন্তোষী মা (২০০৬) সিনেমা দিয়ে হিন্দি সিনেমায় ডেবিউ করেন। পরে তিনি দিবাকর বন্দোপাধ্যায় এর ডিরেকশনে লাভ সেক্স অউর ধোকায় অভিনয় করেন এবং ওয়াইড ফ্রেম দুষ্ট উইকড পিকচারস প্রযোজিত প্যায়ার কা পঞ্চনামা (২০১১)-এ অভিনয় করে যথেষ্ট নামডাক পান।

সম্প্রতি আমাজন প্রাইম এ মুক্তি পেয়েছে নুসরাতের নতুন সিনেমা ‘ছোড়ি’। মারাঠি ভূতের সিনমা ‘লাপাছাপ্পি’র অবলম্বনে ‘ছোড়ি’কে সাজিয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া। এক প্রেগন্যান্ট মহিলার গর্ভের সন্তান কে ঘিরে এক ভৌতিক পরিবেশ এবং তাকে রক্ষা করার লড়াইকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন এ অভিনেত্রী। ‘ছোড়ি’ তে অভিনয়ের প্রশংসা করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অবশ্য এর আগেও খোলামেলা পোশাক নিয়ে ভক্তদের আক্রমণের শিকার হয়েছেন নুসরাত। কিন্তু প্রতিবার নেটিজেনদের সমালোচনার বিষয়ে সমালোচকদের জবাবও দিয়েছেন নুসরাত বারুচা।

Related posts

‘এক রাতে ১৮ জন পুরুষের সঙ্গে যৌনতা, স্বামী দিত কন্ডোম’, অভিজ্ঞতা শেয়ার করলেন মহিলা

News Desk

কোনো শারীরিক জটিলতা নেই, তাও পঁচিশেই বুড়িয়ে গেছেন এই যুবক! কারণ শুনলে হাঁ হয়ে যাবেন

News Desk

অনলাইনে গেম খেলে খোয়া গেছে ৪০ হাজার টাকা! মা বকাবকি করায় আত্মঘাতী ১২ বছরের কিশোর!

News Desk