Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

অবশেষে সামনে এলো তৈমুরের ভাইয়ের নাম! ছোট পুত্রের কি নাম রাখলেন সইফ-করিনা? পড়ুন

২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ দ্বিতীয় সন্তানের জন্ম দেন সইফ ঘরনী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। প্রথম সন্তান তৈমুর আলি খানের (Taimur Aali Khan) জন্মের পর তার নামকরণ নিয়ে তৈরী হয় বিতর্ক হয়নি। অত্যাচারী রাজা তৈমুর লং এর নামে বলিউডের এই সেলিব্রিটি দম্পতি ছেলের নাম কেন রেখেছেন, এমন অভিযোগে তীব্র সমালোচনা করেছিলেন কিছু নেট দুনিয়ার নাগরিকরা। আর তাই হয়ত গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর তার নামকরণ নিয়ে একটু বেশি মাত্রায় সতর্ক ছিলেন সইফ ও কারিনা (Saif Ali Khan, Kareena Kapoor Khan)। তৈমুরের ছোট্ট ভাই কে তাই মিডিয়ার থেকে দূরেই রেখেছেন তারা। প্রকাশ্যেই আনেন নি ছোট্ট শিশুটির চেহারা। তৈমুরের ভাইকে একেবারে বহির্বিশ্ব মিডিয়ার থেকে আড়ালে রেখেই দ্বিতীয়বারের মাতৃত্বের আনন্দ উপভোগ করছেন করিনা। এমনকি শিশুটির নাম কি রাখা হয়েছে তাই নিয়ে জল্পনা চললেও মুখে কুলুপ ছিল নবাব দম্পতির।

Kareena Kapoor and Saif Ali Khan have reportedly named their son

কিন্তু অবশেষে হল দীর্ঘ প্রতিক্ষার অবসান। সামনে এল তৈমুর আলি খানের ছোটো ভাইয়ের নাম। কিন্তু কেন এত দীর্ঘ প্রতিক্ষা?

মনে করা হচ্ছে এর পেছনে রয়েছে তাদের তিক্ত পূর্ব অভিজ্ঞতা। ২০১২ সালে করিনা কাপুর খান বিয়ে করেন সইফ আলি খান কে। ২০১৬ সালে জন্মায় করিনা সৈয়ফের প্রথম সন্তান তৈমুর। কিন্তু এই নাম কেন সেই নিয়ে তীব্র জনরোষের মুখে পড়ে সইফ করিনা। যদিও এই বিতর্ক আটকাতে নানা সাক্ষাৎকারে ও বিবৃতি তে সইফ ও করিনা স্পষ্টতই জানিয়েছেন তৈমুর শব্দের আরবী অর্থ ‘লোহা’ আর সেই লোহার সাথে সাদৃশ্য রেখেই ছেলের নামকরণ। এর সাথে ইতিহাসের চরিত্র তৈমুরের কোনও সম্পর্ক নেই। কিন্তু তাও পিছু ছাড়েনি বিতর্ক।

তাই জন্মের চার মাস পরে তাদের দ্বিতীয় ছেলের নাম নাকি রেখে ফেলেছেন সইফ ও করিনা। এমনটাই খবর বলিউডের অন্দরে। করিনা ও সইফের পক্ষ থেকে দ্বিতীয় সন্তানের নাম নিয়ে সরাসরি কোনো ঘোষণা না হলেও বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ঠিক হয়ে গেছে নাম। আর এবারে আর কোনো রাজার নামে নয় , ল্যাটিন ডিকশনারির শব্দ থেকে নাম বেছেছেন নাকি সাইফিনা। শোনা যাচ্ছে দ্বিতীয় পুত্রের নাম নাকি জেহ (Jeh)। ল্যাটিন শব্দ ‘জেহ’ এর অর্থ হল ‘নীল পালকের পাখি’ (Blue Crested Bird )। আর তার থেকেই অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় পুত্রের নাম রাখলেন সইফ ও করিনা।

Related posts

বলিউডের কাজল থেকে টলিউডের নুসরত, কেমন ভাবে পুজো কাটছে তারকাদের

News Desk

শুধুই অভিনয় নয়, পাশাপাশি দেহ ব্যাবসায় জড়িয়েছেন যে সমস্ত ভারতীয় অভিনেত্রী

News Desk

শাহিদের সাথে বাধ্য হয়ে রাত কাটিয়েছিলাম! ঘুম আসেনি, গোপন কথা জানালেন কঙ্গনা রানাওয়াত

News Desk