Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ম্যাট্রিমনিয়ালে থেকে ঠিক হওয়া আর্মি অফিসার পাত্র আদতে ISI গুপ্তচর, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

অনলাইন মাট্রিমনিয়াল সাইটে পাত্রের অনুসন্ধান করছিলেন দুই বোন। কিন্তু আদতে তা ছিল বড়সর ফাঁদ। পরিচয় হওয়া দুই ব্যাক্তি আসলে পাকিস্তানি জঙ্গি সংগঠন ISI-এর সদস্য, ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের মাধ্যমে আসলে নজরদারি চালাচ্ছিলেন এমনটাই অনুমান করছে পুলিশ।

ম্যাট্রিমনিয়ালে থেকে ঠিক হওয়া আর্মি অফিসার পাত্র আদতে ISI জঙ্গি, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কিভাবে হল এমন ঘটনা। মধ্যপ্রদেশের মোহর ঘটনা, মাট্রিমনিয়ল সাইটে প্রোফাইল তৈরী করে পাত্র খুঁজছিলেন দুই বোন। সেই সূত্রেই পরিচয় হয় দুই পাক যুবকের সাথে। তারা নিজদের পরিচয় দেয় পাকিস্তানি আর্মির কর্মরত সৈনিক হিসাবে। দুই বোন ভাবেন তাদের সাথে পরিচয় হওয়া ওই দুই পুরুষ পাক আর্মির বড় আর্মি অফিসার। ওই দুই তরুণীর পরিবারের বেশিরভাগই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। ফলে আর্মিতে আছে এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চেয়েছিলেন তাঁরা।

কিন্তু এই পুরো ঘটনাটি আসলে পাতা একটি বড়সড় ফাঁদ, বুঝতে অনেকটা সময় লেগে যায় তাঁদের। ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে থেকে হওয়া ওই দুই ব্যক্তি আসলে পাকিস্তানি গুপ্তচর, এমনটাই প্রাথমিক সন্দেহ পুলিশের।

পুলিশের প্রাথমিক ভাবে সন্দেহ, ইন্ডিয়ান আর্মির গোপন তথ্য অনুসন্ধান করার জন্য ওই ব্যাক্তিদের নিযুক্ত করেছিল ISI। এখনও পর্যন্ত তদন্তে করে দেখা গিয়েছে তরুণীদের সঙ্গে প্রায় ১৫০০ থেকে ২০০০ টি চ্যাট ম্যাসেজ এবং ভিডিয়ো কল করে কথা বলেছিলেন তাঁরা। মোহ-র আর্মি ক্যাম্পে বসবাসকারী ওই তরুণীর সেই কাম্পের কোনও ছবি বা তথ্য সন্দেহভাজন পাক এজেন্টদের দিয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও। ভারত সম্পর্কে তাদের মধ্যে যত কথা হয়েছে, সেই যাবতীয় বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

ভারতের চিকেন টিক্কা মশালা কিভাবে হয়ে উঠল ব্রিটিশদের জাতীয় খাদ্য! জানা আছে কাহিনী

News Desk

‘বদলি চাইলে বউকে পাঠান’,JE’র হেনস্থা সইতে না পেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন লাইন্সম্যান

News Desk

চুরি করে নিয়ে গিয়েও মাত্র ৪ হাজার টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে গেল চোর! কারণ কি

News Desk