Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৪০০ এর গন্ডি টপকালো দেশের Omicron আক্রান্তের সংখ্যা! কেন্দ্র জানালো আশঙ্কার কথা

দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ স্মৃতি ভুলে ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছিল দেশ। কমছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু, উদ্বেগ বাড়িয়ে দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। আশঙ্কার বিষয়, মাত্র কয়েকদিনে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন, যা গতকালের থেকে অনেকটাই বেশি। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩৮৭ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৩২। মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত করোনার থাবা থেকে মুক্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২৬৩ জন। এদিকে করোনার করাল গ্রাসে প্রাণ গিয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জনের। দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন সংক্রমণের গ্রাফও ক্রমশ ঊর্ধ্বমুখী। এখনও পর্যন্ত দেশে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ওমিক্রনের থাবা থেকে মুক্ত হয়েছেন ১১৫ জন।

উল্লেখ্য, এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮৮ জন, যা দেশের মধ্যে সর্বাধিক। এরপরেই ওমিক্রন আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, আক্রান্তের সংখ্যা ৬৪, তেলেঙ্গানায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪, রাজস্থানে ২১, কর্নাটকে ১৯, কেরালায় ১৫ এবং গুজরাটে ১৪।সম্প্রতি কেন্দ্র জানিয়েছে ওমিক্রন করোনাভাইরাসের থেকে তিনগুণ বেশি সংক্রামক।

Related posts

চাঞ্চল্যকর! ফোনে কথা বলতে দেখে গিয়েছিল, ফিরে এসে ছাত্রকে যে ভাবে আবিষ্কার করলো বন্ধুরা!

News Desk

আপনার কেনা ময়দা ও আটা ভেজাল নয়তো! সহজ পরীক্ষায় কীভাবে বুঝবেন জেনে নিন

News Desk

গত ১৫৪ দিনের মধ্যে সব চেয়ে কম দেশের দৈনিক সংক্রমণ, হ্রাস পেল করোনা অ্যাকটিভ কেস

News Desk