Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মামীর সঙ্গে ভাগ্নের পরকীয়া ঘিরে সন্দেহ। ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর

মামীর সঙ্গে পরকীয়া ভাগ্নের! কেবল সন্দেহের বশে মামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ভাগ্নের শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে। তাও যে মামীকে নিয়ে সন্দেহ সেই ছোট মামী নন, সন্দেহের অশান্তির বলি হলেন বড় মামী। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানায়, মৃতার নাম জৈইতুন্নিশা বিবি (৪৩)। নিউ টাউনশিপ থানার হরিবাজার এলাকার গৃহবধূ জৈইতুন্নিশা বিবিকে বৃহস্পতিবার রাতে মাথায় ও পেটে কাঠারির কোপ মেরে হত্যা করা হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। জৈইতুন্নিশা বিবির ভাগ্নে আজকর আলির শ্বশুর শেখ আকশারুল ও শাশুড়ি খুরশিদা বিবি তাঁকে খুন করেছে বলে অভিযোগ। অভিযুক্ত আকশারুল ও খুরশিদা বিবিকে গ্রেফতার করে শুক্রবারই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজকর আলি ছোট থেকেই হরিবাজার এলাকায় মামারবাড়িতে থেকে বড় হয়েছেন। ফলে মামারবাড়িতে তাঁর নিত্যদিন যাতায়াত ছিল। ২০১৭ সালে জেমুয়ার বাসিন্দা আকিদা বিবির সঙ্গে বিয়ের পরেও মামারবাড়িতে নিত্যদিন যাতায়াতের অভ্যাস ছাড়েননি তিনি। সেটা নিয়েই স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তির সূত্রপাত। পরবর্তীতে ছোট মামীর সঙ্গে আজকরের অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ শুরু করেন আকিদা বিবি। এই অভিযোগে আজকরের সঙ্গে তাঁর প্রায়দিনই অশান্তি হত। যদিও স্ত্রীর এই অভিযোগের পরেও মামারবাড়ি যাওয়া ছাড়েননি আজকর।

এরপর বৃহস্পতিবার মেয়ের অভিযোগ শুনে জেমুয়া থেকে জামাইয়ের মামারবাড়ি হরিবাজারে এসে চড়াও হয় আজকরের শ্বশুর শেখ আকশারুল ও শাশুড়ি খুরশিদা বিবি। ছোট মামীর সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে সরব হয় তাঁরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন আজকর বা তাঁর মামারবাড়ির সদস্যরা। দু-পক্ষের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। বচসা পরিণত হয় হাতাহাতিতে। তারপর ছোট মামীকে না পেয়ে বড় মামী জৈইতুন্নিশা বিবিকেই পাকড়াও করে শেখ আকশারুল ও মা খুরশিদা বিবি বেধড়ক মারধর শুরু করে। তাঁর চুলের মুটি ধরে হাতের সামনে পড়ে থাকা কাঠারি দিয়ে মাথায়, পেটে আঘাত করে বলে অভিযোগ। তারপর তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় জৈইতুন্নিশা বিবির।

Related posts

অবৈধ সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা বৌদি! পথের কাঁটা সরাতে ভয়ঙ্কর কান্ড ঘটালো দেওর

News Desk

বউয়ের সাথে বাসর ঘরে থাকার জন্য জেদাজেদি আত্মীয়দের! আত্মঘাতী সদ্য বিবাহিত স্বামী

News Desk

প্রায় দু’সপ্তাহ পর একটু স্বস্তি দেশে, ২৪ ঘণ্টায় দিনে আক্রান্ত সাড়ে তিন লক্ষের কম, ১ দিনে মৃত্যু ৩,৮৭৬

News Desk