Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আপনিও হতে পারেন কোটিপতি , বিনিয়োগ শুরু করুন মাত্র ৬৬৭ টাকা দিয়ে। কিভাবে? রইলো বিস্তারিত

কোটিপতি (crorepati) হওয়া সকলের স্বপ্ন। কোটিপতি হতে কে না চায়? কোটিপতি হওয়া কোনও অসাধ্য কাজ না। একটু চেষ্টা করলেই এই স্বপ্নপূরণ সম্ভব। কিন্তু আমাদের মধ্যে খুব হাতে গোনাই কিছু লোক রয়েছেন যারা জীবনে হয়ে উঠতে পারেন কোটিপতি। তাহলে কোটিপতি হয়ে ওঠা যদি খুব কঠিন না হয় কেন খুব বেশি মানুষের পক্ষে তা সম্ভব হয় না? এই প্রশ্নের আসল উত্তর হল কোটিপতি হয়ে ওঠার কোনও শর্টকাট পদ্ধতি নেই। তবে খুব জটিলও নয়। এর জন্য এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা করে সঠিক পদ্ধতিতে নিজের টাকা বিনিয়োগের। তাই কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি সর্বাধিক লাভবান হবেন, সেই সম্পর্কে সম্যক ধারণা নিয়ে তবেই বিনিয়োগ করা উচিৎ। তাহলে দেখবেন কোটিপতি হওয়াও দুঃসাধ্য কিছু নয়। রইলো তেমনই এক হদিশ যেখানে মাত্র ৬৬৭ টাকা মত বিনিয়োগ দিয়ে শুরু করলে আগামী কয়েক বছরের মধ্যেই আপনি হতে পারেন কোটিপতি। রইলো বিস্তারিত।

কোটি টাকার রিটার্ন পেতে গেলে আপনাকে মিউচ্যুয়াল ফান্ড এসআইপি (Mutual Fund SIP) -তে আপনাকে ইনভেস্ট করতে হবে ৷ বিনিয়োগকারীরা এই এসআইপি (SIP) তে বিনিয়োগ করলে মাত্র ১৫ বছরের মধ্যে হতে পারেন কোটিপতি। SIP তে সুদ মিলতে পারে ১২ শতাংশ হারে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীকে প্রতি মাসে ২০,০১৭ টাকা বিনিয়োগ করতে হবে , অর্থাৎ প্রত্যেক দিন ৬৬৭ টাকা মত বিনিয়োগ করতে হবে।

SIP- তে কেন ইনভেস্ট করবেন?

ফিন্যান্স বিশেষজ্ঞরা জানাচ্ছেন Systematic Investment Plans বা SIP-তে যদি বেশী পরিমাণে বিনিয়োগ করা যায়, তাহলে টাকা ম্যাচিউরিটির সময় আরও বেশি রিটার্ন পাওয়া যায়। সেই জন্য মোটা অংকের টাকা পেতে চাইলে SIP তে ইনভেস্ট করা সবচেয়ে লাভজনক হয়। তবে বিনিয়োগ করার সময় আপনাকে জ্ঞাতব্য থাকতে হবে, আপনি কোন উদ্দেশ্যে বিনিয়োগ করছেন। মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন ও আপনাকে মাসে কত টাকা বিনিয়োগ করতে হবে, ইত্যাদি বিভিন্ন তথ্য। কোন সময়ে কত টাকা বিনিয়োগ করলে আপনার নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে পারবেন তার হিসাব মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর থেকে পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ দীর্ঘ সময়ের জন্যে বা অন্তত ১০ বছরের বেশি সময়ের জন্য করা উচিৎ। তাহলে ১২ শতাংশ হারে সুদ মিলতে পারে।

সেই ক্ষেত্রে প্রতি মাসে এসআইপিতে (SIP) তে যদি ২০,০১৭ টাকা বিনিয়োগ করেন তাহলে ১৫ বছরে বিনিয়োগকারী মোট লগ্নী করবেন ৩৬,০৩,০৬০ টাকা। এবং পুরো সময়টা ১২ শতাংশ হারে সুদ পেলে ১৫ বছরের শেষে সুদে-আসলে মিলে বিনিয়োগকারী পাবেন এক কোটি টাকা।

Related posts

স্বল্পবয়সীরা দিনে ১ ঘণ্টার বেশি গেম খেলতে পারবে না, কঠোর আইন আনল চীনের সরকার

News Desk

বাংলার এই জেলায় প্রতি তৃতীয় দিনে একজন কৃষক আত্মহত্যার পথ বাছছেন, চাঞ্চল্যকর পরিসংখ্যান

News Desk

অন্য মহিলার সঙ্গে স্বামী পলাতক, ভাইয়ের বউয়ের একা থাকার সুযোগ নিয়ে ভাসুর যা করলেন

News Desk