Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাগের বশে প্রতিবেশীকে পোষ্য কুকুর দিয়ে আক্রমণ আরেক প্রতিবেশীর! ঘটনায় স্তম্ভিত সকলে

দুজন প্রতিবেশীর মধ্যে বিবাদ। আর এই বিবাদের জেরে খুব জোর কি হতে পারে? ঝগড়া, হাতাহাতি, মারামারি। কিন্তু এক্ষেত্রে সল্ট লেকের আইসি ব্লকে যে ঘটনা ঘটেছে , তেমন ঘটনা খুবই বিরল বলে মনে হবে। কারণ এই বচসার জেরে রাগের বসে নিজের পোষ্য কুকুর কে প্রতিবেশীর দিকে লেলিয়ে দেওয়া সত্যিই বিরল ঘটনা। কুকুরের কামড়ে সারা শরীর ক্ষতবিক্ষত প্রতিবেশীর।

সল্টলেকের আইসি ব্লকের বাসিন্দা সুমিতেশ কেনেডি এবং সুনীল লাল। প্রতিবেশীদের দাবি, সুমিতেশ এবং সুনীল ঝগড়াঝাটি করছেন শুক্রবার রাতে তাঁরা শুনতে পান। অবিনাশ কুমার নামে এক আবাসিক ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি কিছু বোঝার আগেই দেখেন সুমিতেশ তাঁর দিকে পোষ্য সারমেয়টিকে লেলিয়ে দিচ্ছে। মনিবের নির্দেশ বলে কথা। অবিনাশের উপর সারমেয়টিও কার্যত ঝাঁপিয়ে পড়ে। শরীরে হাত, পেট-সহ একাধিক জায়গার মাংস খুবলে নেয় সে।

তখন রক্তারক্তি কাণ্ড কুকুরের কামড়ে। অবিনাশ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তিনি যেন আত্মরক্ষা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। বাইরে বেরিয়ে আসেন পরিজনেরা চিৎকার শুনে। এত বড় কাণ্ড ঘটে গিয়েছে তাঁরা দেখেন। তড়িঘড়ি উদ্ধার করা হয় অবিনাশকে। বিধাননগর মহকুমা হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়। অবিনাশ তারপর বাড়ি ফিরে আসেন।

এরপরই থানায় ছোটেন অবিনাশ প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করতে। সুমিতেশ কেনেডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি বিধাননগর দক্ষিণ থানায়। গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেয় পুলিশ। এরপর নিজের বাড়ি ফেরেন তিনি থানা থেকে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ সুমিতেশকে গ্রেপ্তার করেছে। অন্যান্য প্রতিবেশীদের দাবি, সারমেয় বেশ পছন্দ করেন সুমিতেশ কেনেডি। বেশ আদর যত্নে কুকুরটিকে লালন পালন করেন তিনি নিজের বাড়িতেও। তবে কুকুরটিকে মাঝেমধ্যেই হাতিয়ার হিসাবে কাজে লাগানোর চেষ্টা করেন। এর আগেও কুকুর লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সুমিতেশ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হলে। তবে এই প্রথমবারই কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটাল।

Related posts

বারবার খাবার কিনতে টাকা চাইছিল শিশু, বিরক্ত হয়ে কনস্টেবলকে ঘটালেন ভয়ঙ্কর কান্ড

News Desk

মাত্র ১৭ বছর বয়সে গর্ভবতী হলেন এই মেয়ে! এরপর মায়ের বিষয়ে যা বললেন জানলে অবাক হবেন

News Desk

শনিবার এই তিনটি কাজ অবশ্যই করুন। শনি দেবের কৃপায় সৌভাগ্য ফিরবে আপনার

News Desk