Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নীল সমুদ্রের জলের মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন। ভাইরাল ছবিতে স্তম্ভিত বিশ্ববাসী

সমুদ্রে জলে আগুন লেগেছে? জ্বলছে আগুনের চোখ? হঠাৎ কোনো দৈত্যের আগুনে ভাঁটার মতন চোখ কি বেরিয়ে এলো সমুদ্র ফুরে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ছবিতে স্তম্ভিত গোটা পৃথিবী। এমনটা কি করে সম্ভব?

সম্প্রতি মেক্সিকোর ইয়ুকাটানে (Yucatan) দেখা যায় সমুদ্রবক্ষে জ্বলছে আগুন। যার লকলকে শিখা রীতিমত বেরিয়ে আসছে সমুদ্র থেকে। নীল জলরাশি তে গোলাকার হয়ে জ্বলছে আগুন। এই ছবি হয়ে যায় সোশ্যাল মিডিয়া তে ভাইরাল। ঠিক যেন নীল সমুদ্রের মাঝখানে আগুনের লাল চোখ। অনেকে একে অভিহিত করে আই অফ ফায়ার (Eye Of Fire) নামেও। প্রায় পাঁচ ঘণ্টা টানা জ্বলতে থাকে এই আগুন। কিন্তু সমুদ্রের বুকে কি করে লাগলো এরকম ভয়ঙ্কর আগুন? প্রশ্ন সকলের মনে।

mexico eye of fire

খবর সূত্রে জানা গিয়েছে গলফ অফ মেক্সিকো (Gulf of Mexico) তে সমুদ্রের নীচ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লিক হয়ে গ্যাস বেরিয়েই ঘটে এই ঘটনা। আসলে মেক্সিকোর নিকটবর্তী গভীর সমুদ্রের তলা দিয়ে মেক্সিকোর বিভিন্ন তেল উত্তোলনকারী সংস্থার একাধিক গ্যাস লাইন গিয়েছে। তার মধ্যে কু মালোব জাপ ওয়েল ডেভেলপমেন্ট এর নামক একটি তেল উত্তোলনকারী সংস্থার পাইপলাইনে লিক হয়ে গ্যাস বেরিয়ে আসে। যার ফলে ঘটে এই দুর্ঘটনা। যদিও সস্তির কথা এই ঘটনায় কেউ হতাহত হননি। সকাল সোয়া ৫টা নাগাদ গ্যাস লিক হয়ে আগুন জ্বলা শুরু হয়। সম্পূর্ণ আগুন নিভতে নিভতে সাড়ে ১০টা বেজে যায়।

এই ঘটনা সম্পর্কে মেক্সিকোর তেল নিয়ন্ত্রক সংস্থা এএসইএ সিইও অ্যাঞ্জেল ক্যারিজেলস একটি টুইট করেছেন জানিয়েছেন।

Related posts

“আগে যৌনকর্মী হিসেবে কাজের অভিজ্ঞতা আছে” জানালেন চাকরিপ্রার্থী মহিলা! তারপর…

News Desk

বাতিল হয়ে গেলো মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক , কিভাবে হবে মূল্যায়ন?

News Desk

স্কুলের জলের ট্যাঙ্কে ১ বছরের বাচ্চাকে ডুবালো নাবালক! এমন হিংস্রতার কারন কি?

News Desk