Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অধিনায়ক হিসাবে কোহলির প্রথম ও শেষ ওয়ান ডের মধ্যে আছে অদ্ভূত মিল! জানলে অবাক হবেন আপনিও

রোহিত শর্মাকে সম্প্রতি আগামী সাউথ আফ্রিকা বনাম ভারত সিরিজের নতুন অধিনায়ক নিযুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলিকে ভারতীয় দলের একদিনের ম্যাচের বা ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাথে সাথেই। এই আগ্রাসী দাপুটে ব্যাটসম্যান নিজের ক্রিকেট কেরিয়ারের সব থেকে কঠিন সময় পার করছেন বলে মনে করা হচ্ছে। সর্বপ্রথম এর শুরু টি ২০ ক্রিকেট বিশ্বকাপে এমন ভয়ানক হারের পর থেকে, তারপর থেকে রানের খরা বিরাটের পর পর সব টেস্ট ম্যাচে। তারমধ্যে এমন খবর। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিরাট কোহলিকে সাথে রোহিত শর্মা কে নিযুক্ত করলো বিসিসিআই।

কোহলি স্বাভাবিক ভাবেই অধিনায়ক হিসেবে ভারতের জার্সিতে তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। আর কাকাতলীয় ভাবে অদ্ভূত মিল অধিনায়ক কোহলির প্রথম এবং শেষ ওয়ানডে ম্যাচের মধ্যে রয়েছে।

আইপিএল চলাকালীনই করোনা নিয়ে বিরাট বার্তা দিলেন রয়াল চ্যালেঞ্জার্সের অধিনায়ক কোহলি

তাঁর প্রথম ম্যাচ ভারত অধিনায়ক হিসেবে কোহলি যে মাঠে খেলেছিলেন, খেলেছিলেন যে প্রতিপক্ষের বিরুদ্ধে, সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই সেই মাঠেই অধিনায়ক হিসেবে শেষ ওডিআই খেলে ফেললেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা বিরল এবং নজিরবিহীনও অবশ্যই। মহারাষ্ট্রের পুণেতে ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল। চার বছর বাদে সেই ইংল্যান্ড দলের বিরুদ্ধেই ভারত অধিনায়ক হিসেবে পুণেতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বিরাট।

উল্লেখ্য শেষ কয়েক বছরের রেকর্ড ব্যাটার বিরাটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে একেবারেই ভাল যাচ্ছিল না। তাঁর ব্যাটে নেই কোনও আন্তর্জাতিক শতরান দীর্ঘ দু’বছর। অধিনায়ক হিসাবে আইসিসি ট্রফি তাঁর ঝুলিতে নেই! একই সঙ্গে আইপিএল ট্রফিও পাননি। আর সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সমালোচিত হয়েছেন তার জন্য রান মেশিন বিরাট কোহলি। উল্লেখ্য এখনও ভারতীয় দলের অধিনায়ক টেস্ট ক্রিকেটে বিরাট। তিনি সেই দায়িত্বও আদৌ সামলান, নাকি টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে, এখন সেটাই দেখার।

Related posts

করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক! পাকিস্তানের করাচিতে শুরু লকডাউন

News Desk

শতবর্ষের দোরগোড়ায় নৈহাটির ঐতিহ্যশালী ‘‌বড়মা’‌ ! শাক্ত নয়, বৈষ্ণব মতেই হয়ে আসছে এই পুজো

News Desk

কেন্দ্র সরকারের নতুন পোর্টালে অনলাইনে মিলবে চিকিৎসা! ই সঞ্জীবনীতে রেজিস্ট্রেশন পদ্ধতি জেনে নিন

News Desk