Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গা ভিজিয়ে সাঁতার কাটতে চান কোকাকোলা তে! জেনে নিন কোকাকোলায় ভর্তি লেকের খোঁজ

কোকাকোলা নামটা সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটি পানীয় যা প্রায় সকলেরই প্ৰিয়। বাচ্চা থেকে বড় সবার কাছেই যেন এর জনপ্রিয়তা আছে। যে কোনও বাড়ির অনুষ্ঠানে কোকাকোলা থাকেই কম বেশি। একটু বেশি খাওয়া হয়ে গেলে সাথে যদি একটু কোকাকলা না হয় ঠিক জমে না। কোকাকোলার চিনির মতো মিষ্টি আর ঝাঁঝালো স্বাদ অসাধারণ লাগে খেতে।

কিন্তু কখনো পারবেন কি কোকাকোলায় ভরা হ্রদে সাঁতার কাটতে? অর্থাৎ কোকাকোলা খাওয়ার থেকে যদি তার হ্রদে স্নান করতে বা সাঁতার কাটতে হয় ব্যাপার টা কিন্তু দারুন হয়। ব্রাজিলে কোকাকোলা একটি লেকের নাম। আপনাকে পাঁচ ঘন্টা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে এখানে পৌঁছাতে হলে। মোটামুটি দুঃসাহসিক এবং রোমাঞ্চকর হবে এই যাত্রাপথের অভিজ্ঞতা। আরারাকুয়ারা নাম এই লেকের। লেকটি আটলান্টিক রেনফরেস্টে মাতা দ এস্ট্রেলাকে রয়েছে।

ভোজন রসিকদের কাছে পেয়েছে এবং এই অঞ্চলের অন্যতম বড় পর্যটক হটস্পট হয়ে উঠেছে ব্রাজিলের এই অনন্য কোকাকোলা হ্রদটি। পুরো কোকাকোলার মতো ব্রাজিলের এই বিশেষ লেকটির জল দেখতে বলে এটি অন্যতম একটি পর্যটন কেন্দ্র।

আবার এই হ্রদের জল দেখে দূষিত মনে করবেন না। এই সম্পর্কে ব্রাজিলের অফিশিয়াল ট্যুরিজম ওয়েবসাইট থেকে জানা গেছে, এটি প্রাকৃতিক ভাবেই আকর্ষণীয় লেকটির রং অস্বাভাবিক হলেও। রিপোর্ট অনুসারে, খনিজ পদার্থ রয়েছে এই হ্রদের মাটি ও জলের মধ্যে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। হ্রদে জলের রঙ এমনটা দেখায় কারণ লেকের তীরের কাছাকাছি আয়োডিন, লোহা ও রঞ্চক জাতীয় পদার্থ রয়েছে। এখানে একেবারেই নিরাপদ সাঁতার কাটা থেকে নৌকা ভ্রমণ পর্যন্ত। ব্রাজিলে গর্বের শেষ নেই এই কোকাকোলা লেককে কেন্দ্র করে।

Related posts

‘আমার ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি.. পেলে খোঁজ দেবেন’, সংবাদপত্রে আজব বিজ্ঞাপন

News Desk

২৫ বছরের মেয়ের ৭০ বছরের বর! সকলের সামনেই এমন কাণ্ড করলেন কনে হতবাক নেটিজেনরা

News Desk

সস্তি! দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামলো ৫০ হাজারের নিচে , অল্প কমলো মৃত্যুর সংখ্যাও

News Desk