Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যৌনমিলনের সময় ভুলেও এই কাজগুলো করবেন না, সঙ্গীর উত্তেজনা পলকে চলে যাবে

সেক্স নিয়ে নানা লোকের নানা মত আছে। কখন যৌনসঙ্গম করা উচিত আর কখন উচিত না, সেটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে। সঙ্গমের সময়টাতে দুজনেই পুরো সময়টাতে একান্তভাবে কাটাতে চান ছেলে হোক কিংবা মেয়ে। পুরুষসঙ্গীরা তাদের মহিলা সঙ্গীর সাথে রতিক্রিয়ার সময় অনেক কিছুই করে থাকে। কারণ এক এক মানুষের এক এক রকমের ফ্যান্টাসি থাকে যৌনতা নিয়ে। যৌনতাকে অনেকে অনেক রকম ভাবে উপভোগ করে থাকে।

তবে, অনেকেই এমন কিছু ভুল করেন মিলনের সময়, যার ফলে মিলনের আগ্রহই হারিয়ে ফেলেন সঙ্গী অথবা সঙ্গিনী! সেই ভুলগুলো কী?

সঙ্গী বা সঙ্গিনীর ফিগার, শারীরিক গঠন নিয়ে সঙ্গমের সময় খারাপ কিছু বলবেন না! হীনমন্যতায় ভোগেন অনেকেই নিজেকে নিয়ে বা নিজের শারীরিক গঠন নিয়ে আর যৌন জীবনে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি, খেয়াল রাখবেন, আপনি যেন এনার্জি হারিয়ে ক্লান্ত না হয়ে পড়েন যৌন মিলনের সময়!

অযথা কোনও বিষয়ে যৌনতার সময় তর্ক শুরু করবেন না! জানবেন, যৌন মিলনের আগ্রহ দৃঢ়চেতা মানুষদের মধ্যে কমে যাওয়ার অন্যতম মূল কারণ এটি।

আপনি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন যৌন মিলনের সময়! বৈজ্ঞানিক ভাবেও পরিচ্ছন্নতা বোধ না থাকলে অস্বস্তিকর হয় শারীরিক মিলন। স্বাস্থ্যবিধি না মানা মানুষদের প্রতি অধিকাংশ ক্ষেত্রেই যৌন আকর্ষণ হারান সঙ্গীরা।

নিজেদের সম্পর্কের তুলনা করবেন না ভুলেও অন্যের সম্পর্কের সঙ্গে, অথবা অন্যের সঙ্গে তুলনা করবেন না নিজের সঙ্গী বা সঙ্গিনীকে। পাশাপাশি, সঙ্গী বা সঙ্গিনীকে দোষারোপ করবেন না সঙ্গমের সময় নিজে তৃপ্ত না হলে। দুজনে একসঙ্গে ঠাণ্ডা মাথায় সমস্যার সমাধান করার চেষ্টা করুন।

Related posts

ডেটিং সাইট ঘেঁটে ৬৯ এর বৃদ্ধকেই মনে ধরলো ২৭ এর তরুণীর! কি কারণে শুনলে অবাক হবেন

News Desk

ভয়ঙ্কর! টাকি থেকে পিকনিক করে ফেরার পথে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুষ্কৃতীরা!

News Desk

সরকারি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে মিলল না বেড! বাথরুমে সন্তান প্রসব করলেন মহিলা!

News Desk