Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

করোনা কে হারাতে সাথে রাখুন এই দুটি কোভিড কে বিনাশের হাতিয়ার।

কোভিড আবার ভয়াবহ মূর্তিতে ফিরে এসেছে । দিশেহারা হয়ে গিয়েছেন মানুষ । এর মধ্যে সঙ্কট দেখা দিয়েছে স্বাস্থ্য পরিষেবাতেও । ভ্যাকসিনের ভাঁড়ারে টান পড়েছে। ফলে নিজের মতো করে ভাল থাকার একটা চেষ্টা করছে মানুষ। ঘরোয়া টোটকা মানছে । নানা রকমফের আছে সেই টোটকার । তবে সকলে মোটামুটি একমত, কাঁচা হলুদ আর মধু নিয়ে ।

শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় কাঁচা হলুদ আর মধু । যা খুব জরুরি এই কোভিডে । ভাল ফল পাবেন এক টেবিল চামচ কাঁচা হলুদ গুঁড়ো এবং ১০০ গ্রাম মধু ভাল করে মিশিয়ে ব্যবহার করলে ।

অ্যান্টিবায়োটিকের কাজ করে কাঁচা হলুদ আর মধুর মিশ্রণ । হলুদ-মধু মিশ্রণ কাজে দেয় লিভারের সমস্যাতেও । মেডিক্যাল সায়েন্টিস্টেরা বলে থাকেন, কাঁচা হলুদ উপকারী অ্যালঝাইমারস-এর জন্যও ।

এই মিশ্রণ প্রথম ক’দিন এক ঘণ্টা অন্তর অন্তর খেতে হবে জ্বর হলে, ঠান্ডা লাগলে বা সর্দি-কাশি হলে । পরে দুঘণ্টা অন্তর খান। ফল পাবেনই!

আর কাঁচা হলুদ তো যে কোনও রকমের সংক্রমণে ভাল কাজ করে আলাদা করে । এছাড়াও এটি দারুণ কার্যকরী ত্বকের সমস্যা, লিভারের সমস্যা, পেশীর সমস্যা বা কেটে-ছড়ে যাওয়ার ক্ষেত্রেও!

রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ খালি পেটে খান। আর এগিয়ে যান কয়েক ধাপ গ্যাসট্রিক, পেপটিক এবং গ্যাসট্রিক আলসার কমানোয় । আর যেভাবে খুশি মধুও খেতে পারেন — লিকার চায়ে, ঠান্ডা দুধে যেমন ইচ্ছা। 

Related posts

ওমিক্রনে আক্রান্ত কিনা? বুঝতে খেয়াল রাখুন ত্বকের দিকে! এই সমস্ত উপসর্গ দেখা মাত্রই সাবধান হোন

News Desk

রাতে ঘুমের মধ্যে হঠাত্‍ বীর্যপতন হয়ে যায়? এই নিয়ে চলে আসছে ভ্রান্ত ধারণা! বিজ্ঞান কী বলছে?

News Desk

জবা ফুলের চায় কাজ করবে ম্যাজিকের মতন! জানলে এই ভেষজ চা মিস করবেন না

dainikaccess