Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দুশ্চিন্তা বাড়িয়ে দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমন বাড়লো ৩৬ শতাংশ, কমছে অ্যাক্টিভ কেস

দেশে করোনার দৈনিক সংক্রমণের (Corona Daily Cases) পরিসংখ্যানে তেমন বদল আসছে না। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আবারও বাড়ল করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মঙ্গলবারই গত পাঁচ মাসে সবথেকে কম নতুন করে করোনা সংক্রমন হয়েছিল দেশে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের গ্রাফ ঊর্ধ্বমুখী হল করোনা গ্রাফ। তবে আশার খবর গত ১৪০ দিনে প্রথম সর্বনিম্ন হল সক্রিয় করোনা রোগীর সংখ্যা ভারতে।

স্বাস্থ্য মন্ত্রকের (Health ministry) রিপোর্ট অনুযায়ী গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। গতকালের চেয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ বেড়েছে। এর আগের দিন মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। তার আগের দিন অর্থাৎ সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯। তার আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৭০ জন। শনিবার দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান দেশে ৪৪ হাজার ৬৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা কমবেশি এর আগের দিনের মতোই। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন।

India Corona Updates July 16th

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়ছে ৪৯৭ জনের। তার আগের দিন মঙ্গলবার করোনার কারণে মারা গেছেন ৩৭৩ জন। তার আগের দিন সোমবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৪৭। রবিবার দেশে করোনায় মারা গেছেন ৪৯১ জন। শনিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৭ জন। শুক্রবার করোনার কারণে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৩ জন। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৪ লক্ষ ২৯ হাজার ১৮৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়ছেন ৪০ হাজার ১৩ জন। মঙ্গলবার দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫১১ জন। সোমবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬২৮ জন। এর আগের দিন রবিবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। শনিবার দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন। এর আগের দিন শুক্রবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছিল সেই দিন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। দেশে এই নিয়ে মোট করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন।

করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৪০ দিনের মধ্যে সর্বনিম্ন আজ। করোনা সক্রিয় রোগী ভারতে বর্তমানে ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন। সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে প্রায় ৫২ কোটি করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Related posts

‘আমি দুশ্চরিত্র নই…’ স্বামীর ছবির উপর লিখে রেখে গৃহবধূ নিলেন চরম পদক্ষেপ, তারপর..

News Desk

এক সরস্বতী পুজোর রাতে হঠাৎই ঘুমের মধ্যে চিৎকার! এক রাতে বদলে গেল কুলপির যুবকের জীবন

News Desk

বড়লোকের থেকে চুরি করে গরীবকে বিতরণ! ‘রবিন হুড’ হতে গিয়ে শেষমেশ যা হলো দুই চোরের

News Desk