Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বাংলায় করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আক্রান্ত ৩ জন! চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

আবারও অশনি সংকেত দেখল পশ্চিমবঙ্গ কোভিড সংক্রমণে। এই রাজ্যে সারা বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ডেল্টা প্রজাতির পরিবর্তিত রূপ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের অস্বিত্ব পাওয়া গিয়েছে তিন জনের দেহে। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সুত্রে। পাশাপাশি কেন্দ্রের সূত্রে এও জানানো হয়েছে মঙ্গলবার, এই মহা সংক্রামক ডেল্টা প্লাস এখনও পর্যন্ত ভারতে মোট ৮৬ জনের শরীরে পাওয়া গিয়েছে। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রের ৩৪ জন। আর এই ৮৬ জনের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এ আক্রান্ত পশ্চিমবঙ্গের। যদিও রাজ্য এই তথ্য মানতে নারাজ। এই বিষয়ে দ্বিমত পোষণ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতি জারি করে জানানো হয়েছে রাজ্য হেলথ সার্ভিসের তরফে, বাংলায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বলে যা চিহ্নিত করা হচ্ছে, সংশয় রয়েছে তা নিয়ে যথেষ্ট। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, বাংলায় কেন্দ্রের সংযোজিত নতুন মিউটেশনের খোঁজ মিলেছে। কেন্দ্র করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন।

সম্প্রতি এওয়াই ৩ (AY3) প্রজাতি ডেল্টা ভ্যারিয়েন্ট প্লাস প্রজাতির মধ্যে রাখা হয়েছে। শুধু তাই নয় প্রায়শই বিভিন্ন প্রজাতিকে রাখা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে ডেল্টা প্লাস প্রজাতির মধ্যে। আরও বলা হয়েছে যে, বাংলায় এওয়াই ৩ (AY3) প্রজাতির সন্ধান মিলেছে ১৭ জুলাইয়ের করোনা রিপোর্টে। একটি মাত্র প্রজাতির ডেল্টা প্রজাতি এওয়াই ৩ (AY3) প্রজাতি পাওয়া গিয়েছে রাজ্যের হিসেব অনুযায়ী। আরও কোনও প্রজাতি ডেল্টা প্লাসে অন্তর্ভুক্ত হয়নি কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল জেনোমিক্স এর মতে। গত দুই মাসে যেসকল ডেল্টা প্রজাতির সন্ধান মিলেছে তাকে বলাও যায় না ক্লাসিক্যাল ডেল্টা প্লাস।

আগেই করোনার ডেল্টা প্রজাতি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মিলেছে । এই প্রজাতিতে আক্রান্ত উত্তরবঙ্গের হাসপাতালে কর্মরত এক চিকিত্সকও। তবে রাজ্যের জন্য আরও আশঙ্কার কারণ রয়েছে। এবার এ রাজ্যে ডেল্টা প্লাস প্রজাতির হদিস মিলল।

মঙ্গলবার NCDC ডিরেক্টর ডা. এস কে সিং সাংবাদিক বৈঠকেজানান, বর্তমানে নজরদারি চালানো হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা এবং ডেল্টা প্লাস এই ভ্যারিয়্যান্টগুলির উপর। এছাড়াও নজরদারি চালানো হচ্ছে কাপ্পা এবং B1617.3. এই দুই ভ্যারিয়্যান্টের সংক্রমণ বাড়ছে কিনা, সেই বিষয়েও।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ডেল্টা প্লাসে, ৩৪ জন। এরপরেই তামিলনাডু রয়েছে , ১০ জন। পশ্চিমবঙ্গে ৩ জন করোনার ডেল্টা প্লাস ভ্য়ারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন।

Related posts

মর্মান্তিক! ডাল নিয়ে শুরু হয়েছিল স্বামী স্ত্রীর ঝগড়া! বিবাদের কারণে প্রাণ গেল তিন ভাই বোনের

News Desk

আমি চিৎকার করছিলাম, কিন্তু ওরা রীতিকাকে ফেলে দিল, বয়ফ্রেণ্ড শোনালো ভয়ঙ্কর অভিজ্ঞতা

News Desk

সন্তানের নাম ‘ABCDEFGHIJK’! এমন অদ্ভুত নামকরণের কারণ কী? জানালেন ব্যাক্তি

News Desk