Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারও বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তায় রাখছে সংক্রমন

গত ২৪ ঘন্টায় আবারও বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তায় রাখছে দেশের করোনা পরিস্থিতি। গত কয়েক দিন ধরে ক্রমাগত কমছে সংক্রমন। তাতেই আশার আলো দেখতে শুরু করেছিল দেশ। কিন্তু উদ্বেগজনক ভাবে পরপর ২ দিন ধরে আবারও অল্প হলেও বাড়ছে আক্রান্ত।

Covid cases of India

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। যা গতকালের চেয়ে কিছুটা বেশি। এর আগের দিন অর্থাৎ বুধবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। মঙ্গলবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। মঙ্গলবারের পর, পরপর ২ দিন বাড়লো করোনা সংক্রমনের সংখ্যা। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন।

তবে আশার আলো দেখা গেছে দৈনিক মৃত্যুর সংখ্যার নিরিখে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৮৭ জন। এই নিয়ে দেশে করোনার করাল গ্রাসে প্রাণ হারালেন ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১১ হাজার ৪৯৯ জন। ভারতে বাড়ছে বাড়ছে সুস্থতার হার। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লক্ষ ৯০ হাজার ৫৮৪ জন।

দেশে বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩ জন। পাশাপাশি চলছে টিকা করণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে টিকা নিয়েছেন ২২ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন।

Related posts

পার্থ চ্যাটার্জির ‘মাথা’ লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারা মহিলা কে? কেন করলেন এমন? ফাঁস রহস্য

News Desk

কলকাতার এই পরিবারে আজও হয় কালো রূপের দূর্গার পুজো! এমন কালো রঙের দূর্গামূর্তির কারণ কি?

News Desk

ক্যামেরার সামনে ডাভ সাবান চিবিয়ে খেয়ে ফেললেন এই ব্যক্তি! ভিডিও ভাইরাল!!

News Desk