Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কোভিড হোম টেস্টিং কিট: বাড়িতে রাপিড এন্টিজেন কিট কিভাবে ব্যবহার করবেন জেনে নিন

বাড়িতেই নিজের করোনা পরীক্ষা করতে চান। যারা বাড়িতেই টেস্ট করতে চান তাদের জন্যে বাজারে এসেছে কোভিড হোম টেস্টিং কিট। তবে এই কিট ব্যাবহারের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ব্যাবহারের আগে তা জেনে নেওয়া আবশ্যিক।

জেনে নিন আইসিএমআর (ICMR) এর নির্দেশিকা অনুযায়ী কিভাবে এই টেস্টিং কিট ব্যাবহার করবেন। আর কারাই বা এই কিট ব্যাবহার করতে পারবেন।

বাড়িতে থেকে টেস্ট করানোর জন্য রাপিড অ্যান্টিজেন টেস্ট কিট (আরএটি) তাঁদেরই ব্যাবহার করা উচিত, যাঁদের মধ্যে করোনা সংক্রান্ত উপসর্গ দেখা দিয়েছে, বা যাঁরা করোনা পজিটিভ ব্যক্তির পরিবার-পরিজনের মধ্যে পড়েন, অথবা সম্প্রতি, কোনো করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছেন। যেমন ইচ্ছা তেমন ভাবে এই পরীক্ষা না করাই বাঞ্ছনীয়।

এই পরীক্ষাটি করার জন্যে রাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের সঙ্গে দেওয়া প্রস্তুতকারী সংস্থার ম্যানুয়াল অনুসরণ করতে হবে। পাশাপাশি, হোম টেস্টিং বিষয়ক মোবাইল অ্যাপলিকেশন পাওয়া যায়। এটি গুগল প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।

পরীক্ষা টি কিভাবে করবেন তার বিস্তারিত বিবরণ ওই অ্যাপ থেকে পেয়ে যাবেন ব্যবহারকারী। এমনকী, টেস্টের রেজাল্টও জানা যাবে। যে মোবাইল নম্বরের মাধ্যমে নাম নথিভুক্ত করা হয়েছে এবং যেই ফোন থেকে ওই অ্যাপ ডাউলনোড করা হয়েছে, ওই ফোন হোম টেস্ট স্ট্রিপের ছবি তুলতে হবে।

প্লেস্টোর থেকে ডাউনলোড করা অ্যাপের সঙ্গে আইসিএমআর টেস্টিং পোর্টালের লিংক রয়েছে। যার মাধ্যমে টেস্ট স্ট্রিপের ছবি আইসিএমআর-এর সার্ভারে চলে যাবে। সেই সার্ভারেই যাবতীয় তথ্য থেকে যাবে। এই টেস্ট কিট ব্যবহারকারীর গোপনীয়তা আইসিএমআর বজায় রাখবে।

এই হোম টেস্ট কিট পরীক্ষায় পজিটিভ এলে সেই ব্যাক্তি কে করোনা পজিটিভ ধরতে হবে এবং তার আর আরটি-পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই। কিন্তু রাপিড অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ আসা ব্যক্তিদের সন্দেহজনক কোভিড আক্রান্ত হিসেবে ধরতে হবে। এবং তাদের আরটি-পিসিআর পরীক্ষার ফল না আসা পর্যন্ত এই সকল ব্যক্তিকে আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আইসোলেশন প্রোটোকল অনুযায়ী চলতে হবে।

কেননা ভাইরাল লোড কম থাকলে অনেক সময় রাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ আসার সম্ভবনা রয়েছে। সেই ক্ষেত্রে উপসর্গ থাকলে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতা মূলক।

Related posts

ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কার মাঝেই সামান্য স্বস্তি, হ্রাস পেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা

News Desk

যমজ সন্তান এমনও হয়! দুই ভাই বোন কে দেখে জানতে চায় একই মায়ের সন্তান কিনা? কেন?

News Desk

অনুমতি ছাড়াই তাঁদের নগ্ন ভিডিয়ো আপলোড হয়েছে পর্নহাবে! অভিযোগ জানালেন ৩৪ জন মহিলা

News Desk