ভারতীয় সেনার সঙ্গে গালওয়ানে এঁটে উঠতে না পেরে এবার চিন নতুন সেনাবাহিনী বানাচ্ছে৷ এই সেনাবাহিনী বানাচ্ছে ধুর্ত চিন মূলত উঁচু বরফে ঢাকা জায়গাতে ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্যই। গোয়েন্দা সূত্রের খবর চিন লাদাখ থেকে সিকিম, ভূটানের ভারত-চিন সীমান্ত বরাবার এদের মোতায়েন করবে। এই নতুন সেনাবাহিনীর ‘মিমাং চেতন’ নাম রেখেছে চিন।
চিনের এই নতুন সেনা কাদের নিয়ে?
চিনা সংবাদমাধ্যম ও ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর লাদাখ, সিকিম সহ ভারত-চিন হিমালয়ান রেঞ্জের উঁচু শীতল বরফে ঢাকা জায়গায় নিজেদের মানিয়ে নিতে এই নতুন সেনাবাহিনীর জন্য এরকম লোকজনকে বেছে নিয়েছে চিন৷ মূলত তীব্বতের যুবকদের এই সেনাবাহিনী তেরি করছে চিন৷ লাদাখ, সিকিমের বরফে ঢাকা সীমান্ত এলাকাগুলির সাথে তীব্বতের জলবায়ু ও পরিবেশের অনেকটাই মিল রয়েছে৷ বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই সুবিধাকে কাজে লাগিয়ে এই সেনাবাহিনী তৈরি করছে চিন৷ এই যুবকদের ট্রেনিং দিচ্ছে চিনা পাবলিক লিবারেশন আর্মি৷
চিনের এই নতুন সেনাদের কোন সীমান্তে পাঠানো হচ্ছে?
এই সেনাদের কাজে লড়াইয়ে পাঠাবে চিন মূলত পূর্ব লাদাখ, প্যাংগং লেক, গালওয়ান ভ্যালি, চ্যাম্বি ভ্যালি, সিকিম-ভূটান বর্ডারে ইয়াদং, চিমা এলাকার হিমালয়ের বরফাবৃত্ত উঁচু অংশে। ইতিমধ্যে সীমান্তে মেতায়ন করেছে এই নতুন সেনাবাহিনী ‘মিমাং চেতন’-এর প্রথম ব্যাচকে লাল ফৌজ। সিকিমের কাছে ফারিতে মিমাং চেতনের দ্বিতীয় ব্যাচটি প্রশিক্ষণ নিচ্ছে।
কী ধরনের প্রশিক্ষণ দিচ্ছে চিন এই মিমাং চেতন-দের?
সূত্রের খবর মিমাংবাহিনীকে বরফে ঢাকা এলাকায় নজরদারি, ড্রোন হ্যান্ডলিং, সামনাসামনি যুদ্ধ ও গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে। পাশাপাশি PLA কে রশদ পৌঁছানোর কাজও করবে এই নতুন সেনাবাহিনী উঁচু এলাকাতে সবার চোখ এড়িয়ে ৷