Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বায়ু সেনার অত্যাধুনিক Mi-17V5 কপ্টার ভেঙ্গেই মৃত্যু বিপিন রাওয়াতের, কি কি বিশেষত্ব এই কপ্টারের?

তামিলনাড়ুতে অত্যন্ত দুঃখজনক এক ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ জনের। নেভি, আর্মি, বায়ুসেনার প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এমআই- ১৭ভি ফাইভ হেলিকপ্টার (Mi-17V5 হেলিকপ্টার)৷ তামিলনাড়ুর কুন্নুর থেকে সুলুর যাওয়ার পথে গন্তব্যস্থলের মাত্র ১০ কিলোমিটার দূরে ভেঙ্গে পড়ে বিমান।

রাশিয়ায় তৈরি এমআই-১৭ভি ফাইভ (MI-17V5 Helicopter) মডেলের এই হেলিকপ্টার দুর্ঘটনার পর থেকেই চর্চায়৷ এই কপ্টারের কি কি বিশেষত্ব?

এই Mi-17V5 কপ্টার যে কোনও আবহাওয়ায় উড়তে সক্ষম। এই কপ্টারটির সেনাবাহিনীর ট্রান্সপোর্ট কপ্টার হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে। বাহিনী, অস্ত্র পরিবহণ, আগুন নেভানো, নজরদারি এবং উদ্ধার অভিযানে রাশিয়ায় তৈরি এমআই-৫ হেলিকপ্টার ব্যবহৃত হয়৷ এমআই-১৭ভি ফাইভ (MI-17V5 Helicopter) মডেলের এই কপ্টার এমআই-৫-এরই একটি ভার্সন৷ যা ব্যবহার করা হয় যাত্রী পরিবহণেও৷ সামরিক ক্ষেত্রে পরিবহণের জন্য এই হেলিকপ্টারকে বিশ্বের অন্যতম অত্যাধুনিক হেলিকপ্টার হিসেবেই গণ্য করা হয়৷

• সেনা জওয়ান, মালপত্র, যন্ত্রপাতি পরিবহণের কাজে ব্যবহার করা হয় রাশিয়ায় তৈরি Mi-17V5 কপ্টারটি।

• মালপত্র ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় Mi-17V5 কপ্টারটির বাইরে।

• এয়ার ড্রপ হল সেনাবাহিনীর এই কপ্টারটির প্রধান কাজ। আহতদের তুলে আনা এবং মাটিতে শত্রুকে আক্রমণ করা এই হেলিকপ্টার এর প্রধান কাজ।

• রকেট, কামান ও ছোট অস্ত্র Mi-17V5 কপ্টারে বহন করা যায়।

• অপারেশন চালাতে পারে Mi-17V5 রাত, দিন যে কোনও সময়ে।

• উড়তে সক্ষম মরুভূমি সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতিতে৷ উড়ে যেতে পারে সামুদ্রিক দুর্যোগের মধ্যেও।

রাশিয়ান সংস্থা রোজোবোরোনএক্সপোর্টের আশিটি এমআই-১৭ভি ফাইভ কপ্টার সরবরাহের জন্য ২০০৮ সালে ভারত সরকারের সঙ্গে চুক্তি হয়৷ এই হেলিকপ্টারগুলি ভারতের হাতে ২০১৩ সালের মধ্যে তুলে দেওয়া হয়৷ এর পর ফের নতুন করে আরও ৭১টি এমআই-১৭ভি ফাইভ কপ্টারের জন্য চুক্তি হয়৷

Related posts

মিলনের সময় বেশি সুখ পেতে বেছে নিন সেরা কন্ডোম! জেনে নিন কোন কন্ডোম আপনার জন্য উপযুক্ত

News Desk

মাত্র ১৮ বছরে স্তনের আকৃতি বড় করতে বলেছিলেন ইন্ডাস্ট্রিরই এক ব্যক্তি! বিস্ফোরক দীপিকা পাড়ুকোনে

News Desk

কুকুরের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে হাজতে মহিলা! কর্মকাণ্ডে হতবাক আদালতও

News Desk