Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED রাজনীতি

তৃণমূলে নতুন পদ পেল তারকারা , নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া রাজ, সায়নী ,সায়ন্তিকা, জুন মালিয়ার

একুশের নির্বাচনে তৃণমূল বিজেপি দুই শিবিরেই ছিল তারকাদের মেলা। নির্বাচনী প্রচারে নেমে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন প্রত্যেকে। ২১শের নির্বাচনে জিতে ক্ষমতায় আসে তৃনমূল। কিছু তারকা পার্থী নির্বাচনে হেরে গেলেও কঠোর পরিশ্রমের দলে সম্মান পেলেন তারকারা। সংগঠনেও তারকাদের গুরুত্ব বাড়ল। নতুন দায়িত্ব- এ অভিষিক্ত হলেন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, জুন মালিয়া।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়,যুব সভাপতির পদ ছাড়লেন ,সেই পদে নতুন দায়িত্বভার পেলেন সায়নী ঘোষ। দক্ষিণ আসানসোল থেকে একুশের নির্বাচনে লড়ে অগ্নিমিত্রা পলের কাছে ভোটে হেরে যান সায়নী। কিন্তু প্রচারে সায়নী যে পরিশ্রম করেছিলেন। রীতিমত আসানসোলের দুয়ারে দুয়ারে পৌঁছে যান, বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছিলেন স্থানীয়দের। নির্বাচনে হেরে গেলেও বার বার গিয়েছেন আসানসোলে, দায়িত্ব পালন করতে পিছ পা হন নি। শুধু আসানসোল নয় সায়নী দলেরও কাছেও নিজের প্রতিশ্রুতি পূরণে সক্ষম। তাই রাজনীতিবিদ হিসাবে তার যাত্রা খুব বেশিদিনের না হলেও যুব সভাপতির পদ দিয়ে তাঁকে এগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংস্কৃতির রাজ্য সভাপতির পদে অভিষিক্ত হলেন রাজ চক্রবর্তী। বারাকপুর বিধানসভার পার্থী হিসাবে তৃনমূলের হয়ে নির্বাচনে লড়েছিলেন রাজ। ভোটে জেতার পর অঞ্চলে তিনি একের পর এক প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। এর আগের চলচ্চিত্র উৎসবের সমস্ত দায়িত্ত্ব একা হাতে সামলেছেন। তাই এবার দায়িত্ব বাড়লো। কাজ করার সুযোগ পেয়ে খুশি তিনি। রাজ জানান ‘দায়িত্ব বেড়ে গেল, কাজ বুঝে নিয়ে কাজে নেমে পড়ব, নিজের দায়িত্ব সম্পূর্ন ভাবে পালন করব।’।

এছাড়াও বঙ্গ জননীতে কাজ করার সুযোগ পেলেন লাভলি মৈত্র ও জুন মালিয়া। সব মিলিয়ে নতুন দায়িত্ব পেয়ে খুশি তারকারা।তারা প্রত্যেকেই জানিয়েছেন প্রতিশ্রুতি এবং দায়িত্বভার পালনে তারা বদ্ধ পরিকর।

Related posts

মেয়েদের ভালোবাসা প্রদর্শনে স্তনে থুথু থেকে মাথা ন্যাড়া! কোথায় আছে এমন অদ্ভুত নিয়ম জানেন

News Desk

মোনালিসার ছবির সাথে দীর্ঘ দিনের যৌন সম্পর্ক , প্রতি রাতেই নগ্ন হন! শিল্পীর দাবিতে চাঞ্চল্য

News Desk

দেশে আবারও কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর সংখ্যা। প্রায় একই থাকছে কোভিড গ্রাফ

News Desk