Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৪টি চোখ, ৪টি শিং, ২টো মাথা! অদ্ভুত দর্শন মহিষের দেখা মিললো এই শহরে, উপচে পড়ছে মানুষের ভীড়

করৌলি শহরে একটি মহিষ এক অভিনব দর্শন সন্তানের (নাম রাখা হয়েছে পদা) জন্ম দিয়েছে। এই শিশু মহিষটির দুটি মুখ, ৪ টি চোখ এবং মোট ৪টি শিং রয়েছে। আশে পাশের এলাকায় আলোচনার বিষয় রয়ে দাড়িয়েছে এই মহিষ শাবক। এর কথা শুনে বিপুল সংখ্যক মানুষ এই অদ্ভুত দর্শন জীবকে দেখতে ছুটে আসছেন। এর জন্ম ছয় দিন আগে। যদিও এই মহিষ শাবক যার নাম রাখা হয়েছে পদা সে এখনো পুরোপুরি সুস্থ নয়। সে এখনো মায়ের দুধ ঠিক ভাবে পান করতে পারছে না। এ কারণে ওপর থেকে তাকে দুধ খাওয়ানো হচ্ছে। এই অদ্ভুত মহিষ শাবকের ভিডিও এবং ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

জানা গেছে, ঘটনাটি করৌলি কোতোয়ালি থানা এলাকায় অবস্থিত ধনিরাজ সরপঞ্চের পুরা গ্রামের। এখানকার বাসিন্দা রূপ সিং মালি জানান, প্রায় ৬ দিন আগে মা মহিষটি একটি শাবক প্রসব করেছে। তার দুটি মুখ, 4টি চোখ এবং 4টি শিং রয়েছে। শরীরের বাকি অংশ স্বাভাবিক। ২ টি মুখ এবং ৪টি চোখ, ৪টি শিং থাকার কারণে, শিশুটি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হচ্ছে না। বিচিত্র এই মহিষের জন্মের খবর পাওয়া মাত্রই তাঁকে দেখতে বিপুল সংখ্যক মানুষ আসতে শুরু করেন।

যদিও মালিকের পুরো পরিবার মহিষ ও তার সন্তানের সেবায় নিয়োজিত। রূপ সিং জানান, তার মহিষটি দ্বিতীয়বার এই প্রসব করেছে। এক বছর আগেও একটি মহিষ একটি শাবক প্রসব করেছিল। কিন্তু সেই মহিষটি দুর্ঘটনায় মারা যায়। বর্তমানে পরিবারের সদস্যরা দুধ কিনে নতুন মহিষের বাচ্চাকে খাওয়াচ্ছেন। শরীর খারাপ হওয়ায় মহিষও দুধ দিচ্ছে না। পুরো পরিবার মহিষ ও তার সন্তানের সেবায় নিয়োজিত। প্রসঙ্গত রূপ সিং শ্রমিকের কাজ করেন।

কি কারণ জানালেন পশু চিকিৎসক:

কিভাবে জন্মালো এমন অদ্ভুত দর্শন মহিষ। কি বলছেন পশু বিশেষজ্ঞরা। করৌলির পশু চিকিৎসক মুন্সিলাল বলেন, গর্ভধারণের সময় দুটি ডিম মিলিত হওয়ার কারণে ভ্রূণের পূর্ণ বিকাশ ঘটে না। যার কারণে এমন অদ্ভুত প্রাণীর জন্ম হয়। অবশ্য এই ধরনের প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। মহিষের মালিক রূপ সিং মালির ভাই মুকেশ মালি জানান, প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ মানুষ মহিষটিকে দেখতে আসছে।

Related posts

ভুট্টা কেনার সময় হামলা! প্রাক্তন প্রেমিকাকে টয়লেটে কাপড় ছিঁড়ে মদ ঢেলে শ্লীলতাহানি..

News Desk

বাড়ির বউদের নিয়ে তৈরী লুটেরা গ্যাং! গাড়ী থামিয়ে লুটপাট চলছে খোদ কলকাতার বুকে

News Desk

অগাস্টেই আছড়ে ভারতে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ, দৈনিক আক্রান্ত ছাড়াবে লক্ষাধিক

News Desk