Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণার পর নির্দেশিকা AIIMS-র, উপসর্গ আসলে কী করবেন?

ব্ল্যাক ফাঙ্গাসকে কেন্দ্র করে নতুন গাইডলাইন জারি করেছে AIIM। সম্প্রতি মুহূর্তে বিরল ছত্রাকঘটিত (Mucormycosis) রোগ হিসাবে পরিচিত মিউকরমাইকোসিস দ্রুত ছড়িয়ে পড়ছে। সাধারণত দেখা যাচ্ছে, কোভিড আক্রান্ত রোগীদের শরীরের যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে এবং কোভিড রোগী যাঁদের শরীরে স্টেরয়েড বেশি মাত্রায় প্রয়োগ করা হয়েছে, সেই সমস্ত রোগীদের মিউকরমাইকোসিস বা black fungus সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে। 

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণার পর নির্দেশিকা AIIMS-র, উপসর্গ আসলে কী করবেন?

মহারাষ্ট্রে, ৯০ জন লোক এই বিরল ছত্রাক মিউকরমাইকোসিসের শিকার হয়ে মারা গিয়েছেন। এই ছত্রাক টি বিরল হলেও এই ছত্রাকের সংক্রমণের ফলাফল হয় মারাত্মক। রাজস্থানে, এই ছত্রাকের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি। রাজস্থান সরকার রাজ্যে মিউকরমাইকোসিসের সংক্রমন -কে মহামারী হিসাবে ঘোষণা করেছে গতকাল (বুধবার)। এর চিকিৎসার জন্য হাসপাতালে পৃথক ওয়ার্ডও তৈরি করা হয়েছে।

কাদের আশঙ্কা সর্বাধিক? 

  1. AIIMS থেকে প্রকাশিত গাইডলাইন জানিয়েছে যে যে সমস্ত রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিক কেটোসিডোসিসের জন্য অতিমাত্রায় স্টেরয়েড, টসিলিজুমাব নেওয়া সেই সব আক্রান্ত রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
  2. যাঁদের শরীরে immunosuppressant or anticancer-র চিকিৎসা চলছে। 
  3. বহু দিন ধরে স্টেরয়েড ও টসিলিজুমাব নিচ্ছেন যেসব রোগী। 
  4. কোভিড রোগী যাঁরা আইসিইউ তে অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁদের ঝুঁকি বেশি থাকছে। তবে এই ক্ষেত্রে ডায়াবেটিসের রোগী হলে তাঁদের সম্ভাবনা আরও বেশি। 

কী করবে বুঝবেন শরীরে black fungus বাসা বেঁধেছে ? 

১. অস্বাভাবিক কালো স্রাব বা নাক থেকে রক্ত পড়লে। 

২. নাকে ব্যাথা, মাথাব্যথা বা চোখে ব্যথা, চোখের চারদিকে ফোলাভাব, দেখায় সমস্যা, চোখে লালচে ভাব, চোখ বন্ধ করতে কষ্ট হওয়া, চোখ খোলার অক্ষমতা।

৩. মুখের অসাড়তা ভাব

এই লক্ষণ গুলো ধরা পড়লে কী করবেন? 

এই সমস্ত উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে ENT  ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ও পরামর্শ নিন। 

যারা comorbidities রয়েছে তাঁদের রোজকার যা ওষুধ তা খেতে হবে। 

ডক্টর না দেখিয়ে নিজের থেকে কোনও অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়া যাবে না। 

Related posts

মাত্র ১০ মাসের মেয়েকে সন্দেহের বশে মেঝেতে পিটিয়ে খুন বাবার! উৎসাহ দিল ঠাকুরদা ঠাকুমা

News Desk

সারা বাড়িতে অবাধে ঘুরে বেড়ায় ছয় ছয়টি হিংস্র কুমির! তরুনীর কান্ড দেখে হতবাক সকলে

News Desk

পরনে নেই এক টুকরো সুতোও! স্নান করার ছবি শেয়ার করে উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী

News Desk