Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ফুলদানির ফুল দ্রুত নেতিয়ে পড়ছে? এই কয়েকটি সহজ উপায় মানলে ফুল ফ্রেশ থাকবে দীর্ঘক্ষণ

ফুল মানেই সজীবতা। ঘর সাজাতে অনেকেই ঘরে ফুলদানি রাখেন। আজকের প্লাস্টিকের ফুলের যুগেও অনেকেই পছন্দ করেন টাকা সতেজ ফুল দিয়েই ফুলদানি সাজাতে। এতে যে শুধু ঘরের সৌন্দর্য বাড়ে তাই নয়, সাথে সাথে মনও ভাল থাকে। স্নিগ্ধতায় পরিপূর্ন তাজা ফুল ঘরে থাকলে তা যেন নিমিষেই দূর করে দিতে পারে মনের ক্লান্তি। কিন্তু ফুলদানিতে ফুল রাখলে এক সমস্যা। রাত না পেরোতেই দেখা যায় ফুলদানির ফুল যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। নেতিয়ে পড়ে ফুলগুলি। কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই ফুলদানীতে রাখা ফুলের সৌন্দর্য ও সজীবতা সমস্যার সমাধান হবে। অর্থাৎ ফুলদানির ফুল সতেজ থাকবে। জেনে নিন কয়েকটি উপায়।

১. ফুলদানিতে যদি গোলাপ ফুল রাখেন তাহলে কখনই ফুলের কাণ্ড খুব ছোট করে কেটে ফেলবেন না। খেয়াল রাখবেন ফুলদানির জলোস্তরের। পুরো কাণ্ডটি যেন যেন জলের গভীরে ডুবে না থাকে।

২. প্রতিদিনই ফুল অল্প ছেঁটে দিন ও শুকিয়ে যাওয়া পাপড়িগুলো বাদ দিয়ে দিন। নিয়মিত ফুলদানিতে নিমজ্জিত ফুলের ডাঁটার কিছু অংশ ছেঁটে দিলেও ফুল দীর্ঘদিন তাজা থাকবে।

৩. ফুলদানির ফুলে মাঝেমধ্যেই একটু জল স্প্রে করুন। এতে ফুলগুলো সতেজ থাকবে।

৪. ফুলের সঙ্গে যদি পাতা থাকলে সেগুলি কেটে দিন।

৫. সকলের দিকে বা বিকালে ফুলদানিতে ফুল সাজান, যখন আবহাওয়া ঠাণ্ডা থাকে।

৬. ফুলদানির জলে সামান্য লবণ মিশিয়ে নিন। এতে ফুল অনেকদিন সতেজ থাকবে। এছাড়া মেশাতে পারেন লাইম সোডা বা গ্লুকোজ। ফুলদানির জলে চা-পাতা ফোটানো জল অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে দীর্ঘ সময়।

৫. একদিন অন্তর অন্তর ফুলদানির জল পাল্টে দিন। তাহলে ফুল বেশিদিন তরতাজা থাকবে।

৬. সূর্যের আলো পড়ে এমন জায়গায় ফুলদানি রাখতে পারলে খুব ভালো হয়। এতে ফুলদানির ফুল অন্তত এক সপ্তাহ পর্যন্ত সতেজ থাকবে।

Related posts

অনলাইনে প্রেম করে সটান বিয়ে! ৬ মাসের মধ্যেই বিপত্তি! স্বামীর ছবি হাতে রাস্তায় ঘুরছেন তরুণী

News Desk

বিয়ের আসর থেকে পালাল বর, বিয়ের নেমন্তন্ন খেতে আসা যুবককে বিয়ে করে ফেলল কনে

News Desk

মধ্যরাতে সিগারেট ও খাবার দিতে অস্বীকার ওয়েটারের! হোটেলে গুলি চালাল অতিথি.. তারপর!

News Desk