৩ মেয়ে জন্মানোর পরও ছেলে চাই। তাই আবারও সন্তানের চেষ্টা। কিন্তু এতেই বেশ বিপাকে পড়লো অটো ড্রাইভার ব্যাক্তি। ৩ মেয়ের পর, ৪ সন্তান একসাথে জন্ম নিল। এখন ৭ সন্তানের বাবা হলেন অটোওয়ালা ব্যাক্তি।
উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যেখানে অটো চালকের স্ত্রী একসঙ্গে ৪টি সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। বর্তমানে মা ও শিশু সকলেই সুস্থ আছেন, হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। কিন্তু এই সন্তানদের বাবা মনোজ কুমারের আর্থিক অবস্থা ভালো নয়। তিনি এখন নিজের ৭ সন্তানকে বড় করতে চিকিৎসক ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। একসঙ্গে এতগুলো বাচ্চা সামলানো তার পক্ষে সহজ হবে না।
মনোজ কুমারের স্ত্রী খুশবু, যিনি ইতমাদৌলার প্রকাশ নগর এলাকায় বসবাস করেন, গর্ভবতী ছিলেন। সোমবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়ে যায়। মনোজ তার স্ত্রীকে ট্রান্স যমুনা এলাকার জয় আম্বে হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা করে জানা যায়, ওই নারী অন্তঃসত্ত্বা। আল্ট্রাসাউন্ডে দুটি যমজ সন্তানের বিষয় জানা যায়। ডাক্তাররা প্যানেল বানিয়ে খুশবুর অপারেশন করেন। এই প্যানেলে ছিলেন ডঃ প্রিয়াঙ্কা সিং, ডঃ নীলম এবং ডঃ সূর্য দেব।
আল্ট্রাসাউন্ড রিপোর্টের পর ধারণা করা হয়েছিল, ওই মহিলার পেটে যমজ সন্তান থাকবে। কিন্তু অপারেশনের পর ওই নারী চার সন্তানের জন্ম দেন, যার মধ্যে তিন মেয়ে ও এক ছেলে। হাসপাতালের অপারেটর ডাঃ মহেশ চৌধুরী বলেছেন যে গর্ভবতী খুশবু এবং তার চার সন্তান সুস্থ রয়েছে। তারা কোনো বিপদে নেই।
অন্যদিকে হঠাৎ ডেলিভারির খরচ মেটাতে স্বামী মনোজকে বাড়িওয়ালার কাছ থেকে টাকা ধার করতে হয়। একই সঙ্গে তিনি এখন সাহায্যের আবেদন করছেন। তবে সাত সন্তানের বাবা এও জানিয়েছেন, সন্তানদের মানুষ করতে এখন আগের চেয়ে বেশি পরিশ্রম করবেন তিনি।