Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

করোনা কবলে পরে মৃত্যু হল ‘ছিছোরে’ ও ‘গুড নিউজ’ সিনেমার অভিনেত্রীর

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মারাঠি সিনেমা জগৎ এবং টেলিভিশন দুনিয়ার খুব পরিচিত নাম হলো অভিলাষা পাতিল। শুধু তাই নয়। বলিউড জগতেও তিনি সুপরিচিত। বদ্রিনাথ কি দুলহনিয়া, ছিছোরে, গুড নিউজ, মালাল ইত্যাদি বহু হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

সারা দেশেই করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত চলছে। এই মারণ ভাইরাসের কবলে প্রত্যেকদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। প্রাণও হারাচ্ছেন বহু মানুষ। এর কোপ পড়েছে রুপোলি জগতেও। আর এবার করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মরাঠি ও বলিউড সিনেমা ও টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অভিলাষা পাতিল। মারা যাওয়ার সময়ে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। অভিলাষার এক ছেলে ও মা রয়েছেন।

সূত্রে খবর এই অভিনেত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে একটি ওয়েব শো-র শ্যুটিংয়ে করছিলেন। শ্যুটিং চলাকালেই তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তিনি মুম্বইতে ফিরে আসেন। মুম্বইতে এসে করোনা টেস্ট করান তিনি। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি মুম্বইয়ের একটি হাসপাতালের ভর্তি হন। তাকে আইসিইউ-তে রাখা হয়। কিন্তু অভিলাষার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কয়েকদিন করোনার সাথে যুদ্ধের পর বুধবার, ৫ই মে তাঁর মৃত্যু হয়।

অভিলাষা বিভিন্ন মরাঠি সিনেমায় যেমন বায়কো দেতা কা বায়কো, তে আট দিবস, প্রভাস, তুঝা মাঝা অ্যারেঞ্জ ম্যারেজ ইত্যাদি তে অভিনয় করেছেন। বাপমানুষ নামের মরাঠি জনপ্রিয় শোতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

এছাড়াও ডিসনি+হটস্টারের হিট শো ক্রিমিনাল জাস্টিস-এর দ্বিতীয় সিজনেও তাঁকে দেখা যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। অনেক সহকর্মী ও তারকা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এহেন অকাল প্রয়ানে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Related posts

চল্লিশে সানি লিওনি। জন্মদিনে সানির গোপন ছবি শেয়ার করে কি লিখলেন সানির স্বামী

News Desk

আফগানিস্তানে ফের তালিবানি শাসন, ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন অভিনেত্রী

News Desk

বিচ্ছেদের পর দেবলীনা-তথাগত পাশাপাশি বর-কনের বেশে! আবারো কি তারা একসাথে?

News Desk