Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

পাইরেসি সাইটে লিক হয়ে গেছে ‘রাধে’, ‘ টাকা দিয়ে না দেখলে ব্যবস্থা নেওয়া হবে’: সালমান

ও টি টি প্ল্যাটফর্মে মুক্তির পরেই পাইরেসির সাইটে লিক ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ (Radhe- Your Most Wanted Bhai)। আগেই দর্শকদের কাছে আবেদন করেছিলেন ভাইজান ছবিটি অসৎ উপায়ে না দেখার। কিন্তু শেষ রক্ষা হলো না বিভিন্ন পাইরেসি সাইটে শেষ অবধি লিক হয়েই গেল সালমান অভিনীত ছবি রাধে। টেলিগ্রাম থেকে তামিলরকার্সের ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইটে সুপার কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে ‘রাধে’ মুভির পাইরেটেড ভার্সন। ডাউনলোডও হচ্ছে প্রচুর পরিমানে। 

রাধের মুক্তির দিনে ভাইজানের সতর্কতা: ‘অক্সিজেন, ওষুধ নিয়ে যারা কালোবাজারি করছে, পাপের ফল পাবে’

ভাইজান ক্ষিপ্ত। আবেদন শোনেন নি অনুরাগীরা। এবার তাঁদের উপরে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন সলমন খান। শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সলমন খান লেখেন,’আমাদের তৈরী মুভি রাধে দেখার জন্য ভীষণ কম দামই রাখা হয়েছে। একবার সিনেমাটি দেখতে মাত্র ২৪৯ টাকা লাগবে। কিন্তু তা সত্ত্বেও বহু ওয়েবসাইট বেআইনিভাবে ভাবে রাধে লিক করে দিচ্ছে। এটি খুবই বাজে অপরাধ। সাইবার সেল থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আপনি যদি পাইরেটেড কনটেন্ট ডাউনলোড করেন তাহলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে আপনি যথেষ্ট সমস্যায় পড়বেন।’

বহু দিন ধরেই রাধের মুক্তির অপেক্ষায় ছিলেন ভাইজানের ভক্তরা। ঈদে উপলক্ষেই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল রাধের। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এমন ভাবে কামড় বসায় তা সম্ভব হয়না। জি ৫(Zee 5) প্লাটফরমে অনলাইন স্ট্রিমিং অ্যাপে রিলিজ হয় ছবিটি। মুক্তির আগেই কিন্তু ভাইজান সলমন খান সোশাল মিডিয়ায় নিজের অনুরাগীদের উদ্দেশে একটি বার্তা দেন যাতে ছবিটি কেউ লিক না করেন এবং পাইরেটেড ভার্সন না দেখেন। একটা সিনেমা তৈরিতে বহু মানুষের পরিশ্রমের কথা অনেক করে বলেন তিনি। কিন্তু এত কিছুর পরেও সালমানের অনুরোধ রাখলেন না ভক্তরা। এতেই ক্ষিপ্ত হয়েছেন সালমান খান। উল্লেখ্য, প্রভু দেবা পরিচালিত এই ছবিতে সলমন ছাড়াও রয়েছেন দিশা পটানি, রণদীপ হুডা ও জ্যাকি স্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অবিনয় করেছেন।    

Related posts

পর্ণোগ্রাফি ছেড়ে গির্জার যাজক! কেন ছেড়ে দিলেন নীলছবির দুনিয়া, জানালেন বিখ্যাত পর্নস্টার

News Desk

১৪ বছরের বড় অভিনেতার প্রতি প্রেম জাগলো উরফি জাভেদের, হ্যান্ডসাম হাঙ্ককে নিয়ে কি বললেন

News Desk

জিন্সের বোতাম খুলে আয়নার সামনে ফটো তুলে ভাইরাল সৌন্দর্য শর্মা! দেখুন অভিনেত্রীর ছবি

News Desk