Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সস্তির খবর! কোভিড টিকার স্বত্ব তুলে নিতে ভারতকেই সমর্থন আমেরিকার

বিশ্বজুড়ে স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে এই মহামারী (COVID-19) বিশ্বজুড়ে স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে। এই অবস্থায় আর কোনও উপায়ও থাকে না, ব্যতীক্রমী পদক্ষেপ করা ছাড়া ।
আমেরিকার (America) কোভিড ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা। বাইডেন-সরকার ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রস্তাবের সমর্থনেই সিলমোহর দিল। কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত ‘ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস’ (TRIPS), বাইডেন সরকার সাময়িক ভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে বিশ্বজুড়ে অনেক সহজ মূল্যে পাওয়া যাবে কোভিডের ভ্যাকসিন। মহামারীর সময় এই স্বত্বাধিকার নাগরিকদের সুরক্ষায় তুলে নেওয়া নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত।

ভ্যাকসিনের-দ্বিতীয়-ডোজ-যে-সব-বিষয়ে-সতর্ক-থাকা-আবশ্যক


প্রসঙ্গত গত বছর অক্টোবরে বিশ্ব বাণিজ্যিক সংস্থার (WTO) কাছে ভারত ও দক্ষিণ আফ্রিকা আবেদন জানিয়েছিল, পেটেন্ট বা মেধা স্বত্বাধিকার সাময়িকভাবে তুলে দেওয়া হোক টিকা তৈরির উপকরণের উপর । এতে সরবরাহ বাড়বে ভ্যাকসিনের ।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ক্যাথরিন তাই জানিয়েছেন, বিশ্বজুড়ে স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে এই মহামারী । এই অবস্থায় ব্যতীক্রমী পদক্ষেপ করা ছাড়া আর কোনও উপায়ও থাকে না। তিনি বলেন, “বাইডেন সরকার বিশ্বাসী বৌদ্ধিক সম্পদের সুরক্ষায়। কিন্তু মহামারীকে শেষ করতে হলে এই স্বত্ব সরানো দরকার কোভিড-১৯ ভ্যাকসিন থেকে ।” বাইডেন সরকারের এই সিদ্ধান্ত কিছুটা হলেও বিশ্ব বাণিজ্যিক সংস্থাকেও সুবিধা করে দিল ।
এখন বিশেষ কিছু দায়বদ্ধতার কারণে টিকা তৈরি করতে পারে না সব সংস্থা । যেসব সংস্থা ভ্যাকসিন তৈরি করেছে এবং এর গবেষণায় অর্থ ব্যয় করেছে, এখন টিকা তৈরি করতে পারে শুধু তারাই । এই স্বত্ব উঠে গেলে ভ্যাকসিন তৈরি করতে পারবে বিশ্বের বিভিন্ন দেশের সংস্থাগুলি । ফলে করোনামুক্ত করা যাবে ,টিকার ব্যাপক উৎপাদন ও দ্রুত টিকাকরণের মাধ্যমে বিশ্বকে । টিকার দামও করবে উৎপাদন বাড়ায় । ছোট রাষ্ট্রগুলিও এর উপকার পাবে । টিকাও কম দামে মিলবে।

Related posts

কোভিশিল্ড-কোভাক্সিন দুই টিকার মিশ্র ডোজের ফল বিপদজনক হতে পারে, সতর্কতা সাইরাস পুনাওয়ালা

News Desk

ব্যাঙ্কের মত অবিকল নকল ব্যাঙ্ক! ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়ে অ্যাকাউন্ট থেকে গায়েব ৯১ লাখ

News Desk

একসময় ধনীর জীবন কাটাতেন এই দুই বোন, এখন ভিক্ষা করেন! এই করুণ পরিণতি কেন জানলে অবাক হবেন

News Desk