Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

খুশকি নির্মূল করে ঝলমলে, সিল্কি চুল পেতে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন মাত্র এই দুটি জিনিস

খুশকির সমস্যা? এর কারণে চুলও হয়ে যায় রুক্ষ ও নিস্তেজ। তাই এই পুজোয় সাইন করতে কিন্তু সবার আগে তাড়াতে হবে খুশকি (Dandruff)। তবে চিন্তা নেই। আপনার টাকা বা সময় কোনোটাই ব্যয় হবে না। কারণ আপনাকে বলে দেবো ঘরোয়া উপায়। চুল ধুতে যে শ্যাম্পু (Shampoo) ব্যাবহার করেন রান্নাঘরে থাকা দুটো জিনিস তার সঙ্গে মিশিয়ে নিলেই হলো।

সবার আগে, আপনাকে একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে। এরপর সেই বাটিতে আপনার চুলের লেন্থ অনুযায়ী প্রয়োজন শ্যাম্পু নিয়ে নিন। এরপর এতে মেশান আধখানা লেবুর রস (Lemon Juice)। এরপর যোগ করুন আধ চা চামচ চিনি (Sugar)। লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি খুশকি দূর করতে সাহায্য করবে। চিনি স্ক্রাব করবে আপনার মাথার ত্বক। ফলে খুশকি উঠে যাবে।

সবার আগে, আপনাকে একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে। এরপর সেই বাটিতে আপনার চুলের লেন্থ অনুযায়ী প্রয়োজন শ্যাম্পু নিয়ে নিন। এরপর এতে মেশান আধখানা লেবুর রস (Lemon Juice)। এরপর যোগ করুন আধ চা চামচ চিনি (Sugar)। লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি খুশকি দূর করতে সাহায্য করবে। চিনি স্ক্রাব করবে আপনার মাথার ত্বক। ফলে খুশকি উঠে যাবে।

এই সব উপাদানগুলি ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এরপর চুল ভিজিয়ে নিয়ে মিশ্রণটি চুলে (Hair) লাগিয়ে ৪-৫ মিনিট ভালো ম্যাসাজ করতে থাকুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে দুইবার চুলে ধুয়ে নিতে পারলেই আপনার খুশকির সমস্যা দূর হয়ে যাবে। এরই সঙ্গে চুল পড়া বন্ধ হবে ও চুল লম্বা, ঘন এবং কালো হবে। আর এই পুজোতে আপনার চুল সাইন করবে একদম নায়িকাদের মতো।

Related posts

কাদের শরীরে অ্যান্টিবডি বেশি তৈরি হচ্ছে মহিলা না পুরুষ, ? কী বলছে সেরো সার্ভে?

News Desk

ঠোঁটের কোণে জ্বরঠোসা, কেন ওঠে জ্বর ঠোসা, জেনে নিন চটজলদি সারানোর সহজ ৫টি উপায়

News Desk

KFC, Mac D এর মত রেস্তোরাঁর বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস খেতে ভালোবাসেন? লিভারের কি হাল হচ্ছে জানেন?

News Desk