Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বর্ষাকাল এলেই বাড়ে ঘর বাড়ির স্যাঁতসেঁতেভাব! কিছু সহজ পদ্ধতিতে মিলবে মুক্তি

বর্ষাকাল ঋতু হিসাবে অনেকের পছন্দের হলেও, এইসময়ে একটা স্যাঁতসেঁতে ভাব দেখা দেয় ঘর-বাড়িতে, কাপড়-জামায় এমনকী আসবাবপত্রেও। বর্ষায় ঘরের দেয়াল বা জিনিসপত্র যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় আর তাতে যদি ছাতা পড়ে তাহলে আপনার ও আপনার পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে সেসবের কাছাকাছি বাস করা। এতে শ্বাসনালীতে সমস্যা হতে পারে যেমন, শ্বাসনালীর প্রদাহ, অ্যালার্জি, বা শ্বাসকষ্টও। এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দিতে পারে বহু গুণে দীর্ঘ সময় এরকম কোনো জায়গায় বসবাস। মনসুন এলেই এই সমস্যার মুখোমুখি সকলেই কমবেশি হয়ে থাকেন।

এর কারণ বর্ষাকালে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। ঘরের দেয়াল বা ছাদে ছত্রাক জন্মে অতিরিক্ত বৃষ্টিপাত, রোদের অভাব, পাইপ ফেটে বা চুইয়ে জল পড়ার কারণে। শুধু পুরনো বাড়িতেই নয়, নতুন বাড়িতেও ছত্রাকের উপস্থিতি দেখা যায় এসব কারণ। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কয়েকটি সহজ উপায়ের মাধ্যমে…

ফাটল দেওয়াল, বারান্দা ও ছাদের মধ্যে দেখা দিলে তা চিহ্নিত করুন। স্থান ও ফাটলের আকার অনুযায়ী এই ফাটলের মেরামত করুন পলিইউরেথেন, সিমেন্ট, থার্মোপ্লাস্টিক বা পিভিসি ওয়াটার প্রুফিং করিয়ে । দুই কোটের ওয়াটার প্রুফিং ও সিলেন্ট স্প্রে করুন দেওয়াল জল টানতে শুরু করলে। এর ফলে বাড়ির ভিতরে বৃষ্টির জলের ফোটা আসবে না।

How to get rid off dumped wall in monsoon

একমাত্র প্রাইমার বাড়ির দেওয়ালকে স্যাঁতস্যাঁতে ভাব থেকে রক্ষা করতে পারে৷ তাই প্রতি বছর বাড়ি রং করার অভ্যাস থাকলে তা বর্ষার আগেই সেরে ফেলুন। ব্যবহার করুন ভাল প্রাইমার৷অন্তত প্রাইমার কিংবা হোয়াইট ওয়াশ করাতে পারেন রং করার উপায় না থাকলে।

অতিরিক্ত বৃষ্টির জল যেন ছাদে জমে না থাকে তার ব্যবস্থা করতে হবে।

সব সময় পরিষ্কার রাখতে হবে ঘরবাড়ি, খেয়াল রাখতে হবে যেন কোথাও জল না জমে, যেন পর্যাপ্ত বাতাস ঢোকে সব ঘরে ।

বাড়ির পরিষ্কার করতে হবে সাথের সমস্ত নালা। মশা ও অন্যান্য পোকা-মাকড় রুখতে ব্যবহার করুন পেস্টিসাইড। একদিন অন্তর ব্লিচিং পাউডার ও কার্বলিক অ্যাসিড ছড়ান বাড়ির চারপাশে।

প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিটের জন্য শোবার ঘরের জানালা খোলা রেখে আলো বাতাস প্রবেশ করাতে হবে। ফ্যান চালু রাখতে হবে এ সময়।

কাপড় ঘরের ভেতরে না শুকানোই ভালো।

একজস্ট ফ্যান ব্যাবহার করা রান্নাঘর এবং বাথরুমে।

এয়ার কন্ডিশন ব্যাবহার করলেও দিনের কিছুটা সময়
ঘরে আলো বাতাস ঢুকতে দেওয়া জানালা খুলে ফ্যান চালু রেখে।

যদি কাঠের আসবাব থেকে থাকে তা কিছুটা দূরে সরিয়ে ফেলুন দরজা ও জানালার ধারে । বাড়িতে কাঠের কাজ চললে বর্ষার আগেই তা শেষ করুন। আলমারির ভেতর স্যাঁতসেঁতে ভাব কাটাতে ন্যাপথলিন রাখুন । খানিকটা নিমপাতাও রাখতে পারেন,জলীয় ভাব নিম কাটায়।

Related posts

সুন্দর হাসির পেতে গিয়ে একী করলেন তরুণী! এখন মানুষের সাথে কথা বলতে গেলেই চিবুক যায় বেঁকে

News Desk

বাস্তবের ‘বান্টি অর বাবলি’! সরকারি চুক্তির নামে ২০ কোটি টাকা হাতিয়ে নিল স্বামী স্ত্রী মিলে

News Desk

বউয়ের গয়না বিক্রি করে বানালেন ‘অ্যাম্বুলেন্স’! করোনায় নজির অটোচালকের

News Desk