Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সাপে কেটেছে এই রাগে পাল্টা সাপ কে কামড়ে দিল যুবক! ফল হল অবিশ্বাস্য

বর্ষাকালে সারা ভারতেই বাড়ে সাপের উপদ্রব। আর বাংলা, বিহার, ওড়িশা, আসাম এই সব রাজ্যের তো কথাই নেই। বর্ষা আসলে ঝোপ, ঝার জঙ্গল এবং নিচু এলাকায় জমা হয় বৃষ্টির জল। আর সাথে সাথে বাড়ে সাপের উপদ্রবও। বিশেষত যাদের কাজবাজ ক্ষেতে খামারে তাদের তো কথাই নেই। প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান বহু মানুষ। কিন্তু যদি হয় এর উল্টোটা! মানুষের কামড়ে সাপের মৃত্য। ঠিক এমনি এক ঘটনার সাক্ষী থাকলো ওড়িশার জয়পুর। সাপের (Snake) কাটতেই তার পালটা হিসাবে এক আদিবাসী যুবক কয়েকবার দাঁত বসালো সাপটিরই গায়ে। ফলে যুবকের কিছু না হলেও প্রাণ বায়ু বেরিয়ে গেল সাপটির (Snake Died by Man’s Bite)। মৃত্যুর কোলে ঢলে পড়ল একটি কাল কেউটে (Black Viper) ! কিন্তু কেউটের কামড় খেয়েও যুবক আছে বহাল তবিয়তে।

ঠিক কী ঘটেছিল? সংবাদ সংস্থা পিটিআই (PTI) এর খবর অনুযায়ী ধানচাষের কাজ সেরে রাত্রিবেলা ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স্ক কিশোর বদরা নামের এক আদিবাসী যুবক। অন্ধকার মাঠের মধ্যে কোথাও ছিল একটি কাল কেউটে সাপ। অন্ধকারে অসাবধানতা বশত কিশোর বদরা নামের ওই ব্যাক্তির পা পড়ে যায় সাপটির গায়ে। আত্মরক্ষার্থে দংশন করে বসে সাপটি কিশোরের পায়ে। কি হয়েছে খেয়াল করতে গিয়ে সাপের কামড়েছে দেখে সাময়িক তাল জ্ঞান হারিয়ে ফেলে ওই যুবক। আতঙ্কে দিশেহারা হয়ে যায় সে। সাথে সাথে ক্ষোভে সাপটাকে নিজের হাতে তুলে নেয় সে। আর তারপর বসিয়ে দেয় জোর কামড়।

Odisha man bites snake

কিশোরের বক্তব্য অনুযায়ী, ”কাল রাতে মাঠের কাজ করে বাড়ি ফেরার পথে হঠাৎই অনুভব করি কী যেন একটা আমার পায়ে কামড়ে দিয়েছে। টর্চ জ্বালাতেই দেখতে পাই যা পায়ে কামড়ে দিয়েছে তা আর কিছু নয় একটা কেউটে। রাগে বদলা নিতে আমি ওটাকে হাতে উঠিয়ে নিয়ে একের পর এক কামড় বসিয়ে দিই।”

কিশোর বদরা খেয়াল করেন সাপটি কেমন ঝিমিয়ে পড়ছে। এরপরই পরিষ্কার হয়ে যায়, প্রাণ বায়ু বেরিয়ে গেছে কেউটে সাপের। সাপটিকে হাতে ঝুলিয়ে নিয়েই বাড়ি ফিরে আসেন তখন তিনি। স্ত্রীকে কামড়ে সাপ মেরে ফেলার কীর্তির কথা জানান তিনি। বাতাসের গতিতে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এই আজব ঘটনা দেখতে লোকে ছুটে আসে। সকলকে দেখে কিশোরকে এবং সাপটিকেও। গ্রাম এসে জড়ো হয় কিশোরের বাড়িতে। এমন অদ্ভুত উলোট পুরাণের কথা আগে যে তাঁরা কেউই কখনো শোনেননি!

কিন্তু কেউটে যে দংশন করেছে কিশোর কে তো তার কোনও ক্ষতি হয়নি? কিশোর জানিয়েছেন, তিনি দিব্যি সুস্থ অনুভব করছেন, কোনও শারীরিক অসুবিধাই হয়নি তাঁর। আর সেই কারণেই গ্রামের বহু লোকের অনুরোধ সত্ত্বেও কিশোর কাছের কোনো হাসপাতালে যাননি। কিন্তু শরীরে কি কোনও অসুবিধা হচ্ছে না তাঁর? এমনকি তিনি যেখানে সাপটির গায়ে নিজেও দাঁত বসিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে কিশোর সংবাদ সংস্থা পিটিআই কে বলে , ” ওই বিষাক্ত কেউটে সাপটিকে বহু বার কামড়ানোর পরেও আমার শরীরে কোনও অসুবিধা অনুভূত হয়নি। তাও আমি গিয়েছিলাম এক স্থানীয় ওঝার কাছে । আর কোনো কারো কাছে যাওয়ার দরকার পড়েনি।”

Related posts

মাজার-ই-শরিফের পরে জালালাবাদও দখল , কাবুলের দিকে আরও এক ধাপ এগোল তালিবানরা

News Desk

চেহারায় বেশ মিল! ডিএনএ টেস্ট করিয়ে হতবাক প্রেমী যুগল, এ কি এলো রেজাল্টে?

News Desk

টাকার লোভে তরুণীকে এ কোন পথে পাঠালো মা, মাসী ও মামারা! ঘটনা শুনে অবাক পুলিশও

News Desk