Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নকল ফেসবুক আর হোয়াটসঅ্যাপের আড়ালে চলছে সাইবার ক্রাইম! চুরি হয়ে যাচ্ছে ব্যাঙ্কের নথিও

যতই কড়াকড়ি থাকুক না কেন প্রশাসনের তরফ থেকে, কিছুতেই আটকানো যাচ্ছে না। প্রতারকরা আপনাকে ঠকানোর আর বিপদে ফেলার জাল বুনছে ধীরে ধীরে! আপনার অনেক ব্যক্তিগত তথ্য আপনার প্রিয় সমাজ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে চুরি যাচ্ছে। জালিয়াতরা ওত পেতে থাকে আর নজর রাখতে থাকে গ্রাহকদের উপর, আপনার ব্যাঙ্কিং তথ্যও হাতিয়ে নিতে পারে তারা। সম্প্রতি গ্রাহকদের এই নিয়ে সতর্ক করল মেটা (Meta Alert)।

ফেসবুক(Facebook), হোয়াটসঅ্যাপ(whatsapp),ইন্সটাগ্রাম (Instagram)-এর মতো দেখতে নকল ওয়েবসাইট চালু করেছে প্রতারকরা, এমনটাই জানিয়েছে মেটার তরফ থেকে। হুবহু হোয়াটসঅ্যাপের আসল ওয়েবসাইটের মতো দেখতে এই ফিশিং ওয়েবসাইটগুলি। এতেই নিজেদের ব্যক্তিগত তথ্য না বুঝে শেয়ার করছেন গ্রাহকরা। পরবর্তীতে এর ফল ভুগতে হচ্ছে গ্রাহকদেরই।

মেটা গ্রাহকদের সতর্কবার্তায় জানিয়েছে, সাইবার ক্রিমিনালদের নজরে এখন বিশেষ করে পড়েছে হোয়াটসঅ্যাপ। সকলকে সতর্ক থাকতে হবে ফিশিং অ্যাপের বিষয়ে। তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করার চেষ্টা করছে সাইবার অপরাধীরা। তাই সতর্ক হোন আগে থেকেই।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ফিশিং স্ক্যামগুলির (Phishing scams alert)সংখ্যা দেশে নিত্যদিন বেড়েই চলেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারদের সাইবার অপরাধীদের টার্গেট করেছে। গ্রাহকদের তথ্য হাতানোর চেষ্টা করছে ভুয়ো এই ওয়েবসাইটগুলি প্রলোভন দেখিয়ে। ভুয়ো ওয়েবসাইট খুলে রেখেছে এই ফিশিং ওয়েবসাইটগুলি কোম্পানি, ব্যাঙ্ক তথা অন্যান্য প্রতিষ্ঠানের নামে।

খেয়াল করে দেখবেন এই ফিশিং ওয়োবসাইটগুলি হোয়াটসঅ্যাপ বা ইন্স্টাগ্রামের মতো লিঙ্ক দিয়ে পাঠাচ্ছে। তবে পাসওয়ার্ড ও ইমেইল অ্যাড্রেস চাইছে লিঙ্কগুলি ভুয়ো এই লিঙ্কগুলিতে ক্লিক করলেই। ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার প্রতারকদের এই ফাঁদে পা দিলেই।

এই বিষয়ে ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া আদালতে মামলা করেছে মেটা (Meta filed suit) সাইবার ক্রিমিনালদের শিক্ষা দিতে। Facebook, Messenger, Instagram ও WhatsApp-এর নামে গ্রাহকদের লগ ইন পাসওয়ার্ড চুরি করছে কিছু সাইবার ক্রিমিনাল,তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক আদালত। ফিশিং আক্রমণ প্রতিরোধ করতে দ্রুত এই পদক্ষেপ করা উচিত বলে মেটার তরফে জানানো হয়েছে।

Related posts

পড়নে ময়লা পোশাক, ভিক্ষুক এই মহিলার ইংরেজি অবাক করবে! জানুন এনার করুন কাহিনী

News Desk

ছোটবেলার প্রেম থেকেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের এই তারকারা! জানেন এমন

News Desk

অলক্ষেই দেহের হাড় গলিয়ে দিচ্ছে করোনা ভাইরাস, কতটা বিপজ্জনক হতে পারে মানুষের জন্য?

News Desk