Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে শাপমুক্তি, দীর্ঘ ৫৩ বছর পরে ফের ইউরোপ সেরা ইতালি

ওয়েম্বলিতে ইউরো কাপ (Euro Cup Final) ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর ইতালি (Italy Vs England)। দীর্ঘ প্রায় ১মাস ধরে চলা টুর্নামেন্ট শেষে কে হাসবে শেষ হাসি এই নিয়ে ছিল বিস্তর চাপানউতোর। রোমাঞ্চকর ফাইনালের লড়াই শেষে জয় ছিনিয়ে আনল ইতালির। পেনাল্টি টাইব্রেকার তারা হারালো ইংল্যান্ডকে। ঘরের মাঠে ট্রফি জয়ের সপ্ন অধরাই থাকলো ইংল্যান্ড এর।

দিনের শেষে ইটালির কোচ রবার্তো ম্যানচিনির জাদুতেই বাজিমাত। ইতালির গোলকিপার ডোনারুমার দুর্ধর্ষ গোলকিপিং এর জন্য স্বপ্নপূরণ হল ৫৬ বছর বয়সি কোচের। ৫৩ বছর পর আবার ইউরো (Euro 2020) চ্যাম্পিয়ন ইটালি।

অপরদিকে এবারও পারলো না ব্রিটিশ বাহিনী। ঘরের মাঠ দর্শকদের সামনে পেনাল্টি শুট আউটে চলাকালীন পেনাল্টি তে গোল করতে ব্যার্থ হলেন ইংল্যান্ডের তিন তারকা ফুটবলার। টাইব্রেকারে ৩-২ গোলে ম্যাচ জিতে নিল ‘আজুরি’রা্।

এই প্রথম বার ইউরো কাপের ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড (England) ফুটবল দল।
কোচ সাউথগেটের তত্ত্বাবধানে দল স্বপ্ন দেখাতে শুরু করেছিলো ইংল্যান্ডবাসীকে। অন্যদিকে গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইটালি। তাই দুই দলের কাছেই ফাইনাল ছিল নিজেদের প্রমাণের জায়গা। তাই ফাইনালের আগেই উত্তেজনা ছিল চরমে।

তবে ফাইনালে দারুণ ফুটবল খেলেছে দুই দলই। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই লুক শ (Luke Shaw) গোল করে এগিয়ে দেয় ইংল্যান্ডকে। দ্বিতীয়ার্ধ – এ বেনুসি (Bonucchi) গোলে সমতা ফেরায় ইতালি। নির্ধারিত ৯০ মিনিট ১-১ ড্র হওয়ার পর
খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও কেউ গোল না করায় শুরু হয় ট্রাইব্রেকার। সেই পেনাল্টিতে ৩-২ গোলে খেলা জিতে যায় ইতালি দল। পেনাল্টি শুট আউটে ইটালি তিনবার গোলের জাল ভেদ করলেও দুটোর বেশী গোল করতে পারেনি ইংল্যান্ড। দারুণ ফুটবল খেললেন ইতালির গোলরক্ষক দোনারুমা। শেষ পেনাল্টি দুর্ধর্ষ ভাবে সেভ করে ম্যাচের নায়ক তিনি।

১৯৬৮ সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়নের খেতাব জিতেছিল ইতালি। তারপর দীর্ঘ ৫৩ বছর খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের। ইউরো ২০২০ (Euro 2020) তে বাজিমাৎ করে ইউরোর খেতাব পুনরুদ্ধার করল তারা।

Related posts

হোস্টেলের বাথরুমের শাওয়ারে স্পাই ক্যামেরা, মেয়েদের স্নান করতে দেখত মালিক.. তারপর!

News Desk

ঘুমন্ত অবস্থাতেই গুলিবিদ্ধ বৃহন্নলা, নিখোঁজ তার তিন সহযোগী বৃহন্নলা! কি কারণে এমন ঘটনা

News Desk

বেলাগাম ভাবে ছড়িয়েছেন করোনা, ৫ বছরের জেল হাজতবাসের দৃষ্টান্তমূলক শাস্তি পেলেন যুবক!

News Desk