Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রাত কাটানোর কথা বলতেই হোয়াটসঅ্যাপে ব্লক করলেন প্রেমিক! অভিমানে তরুণীর চূড়ান্ত পদক্ষেপ

রাতটা প্রেমিকের বাড়িতেই কাটাতে চেয়েছিলেন যুবতী। কিন্তু এই প্রস্তাবে কিছুতেই রাজি হননি প্রেমিক ওই যুবক। উলটে এই নিয়ে তর্কাতর্কি চলাকালীন রেগে গিয়ে প্রেমিকা কে হোয়াটসঅ্যাপে (WhatsApp) ব্লক করে দিয়েছিলেন প্রেমিক। আর তাই অভিমানে প্রেমিকের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন প্রেমিকা। অস্বাভাবিক এই আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের (Mumbai) সংলগ্ন দাহিসারে।

বুধবার (১৮ মে) এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানান, ২০ বছর বয়সী ওই তরুনী প্রণালী এবং তার প্রেমিক গত ছ’মাস ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। রোববার রাতে তারা দু’জনেই একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। বিয়েবাড়ি থেকে ফেরার সময় প্রণালী তার প্রেমিককে আর্জি জানান যে সেই রাতটা প্রেমিকের সাথে তার বাড়িতে এক সঙ্গেই থাকতে চান তিনি। কিন্তু তার প্রেমিক এই প্রস্তাবে সটান না করে দেয়। প্রণালীকে তার বাড়ি চলে যেতেই বলেন। এই নিয়ে পথে তাদের কিছুটা তর্কাতর্কি হয়। বাড়ি ফিরে আসলেও প্রণালী আবার ফোনে বার্তালাপের চলাকালীন প্রেমিকের বাড়িতে রাত কাটানো নিয়ে জেদাজেদি করতে থাকেন। তার প্রেমিক তাকে বোঝানোর চেষ্টা করেন যে, এত রাতে ঘর থেকে বেরিয়ে আসা সুরক্ষিত নয়। চারিদিকে নেশাগ্রস্ত মানুষ ঘুরে বেড়ায়। কিন্তু এর পরও প্রণালী জেদ ধরে বসে থাকলে তার নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন তার প্রেমিক।

কিন্তু দমে না গিয়ে প্রণালী ওই রাতেই যুবকের বাড়িতে এসে হাজির হন। তাঁকে কেন ব্লক করা হয়েছে, সেই কৈফিয়ত দাবী করতে থাকেন। শেষে প্রেমিকের সাথে সেই রাতে তার বাড়িতেই থেকে যান ওই প্রণালী নামক ওই তরুণী। দুজনে রাতে এক সাথে ঘুমোন। সকালে ঘুম ভাঙলেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ে প্রেমিকের। দেখেন, গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সিলিং থেকে ঝুলছে প্রণালীর নিথর শরীরে। যুবকের বাড়ী ছিল ঠিক রেললাইনের পাশে। এই ঘটনায় জিআরপি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তরুনীর লেখা কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। নিতান্তই কি অভিমানে আত্মঘাতী নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

টিভিতে আবহাওয়ার খবর পড়ছিলেন অ্যাঙ্কর! হঠাৎই পেছনের পর্দায় দেখা গেল পর্ন ভিডিও, তারপর..

News Desk

তিন দিনের শিশুর ছবি হোয়াটসঅ্যাপে দেখিয়ে ৩ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা, তারপরই যা ঘটলো..

News Desk

কলকাতা পুলিশেও চালু ‘ওয়ার্ক ফ্রম হোম’, কী ভাবে চলবে কাজ?

News Desk