Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এসে গেল Windows 11, আকর্ষণীয় লুক, দুর্দান্ত সব ফিচার্স! জেনে নিন কবে ডাউনলোড করতে পারবেন?

বিল গেটসের কোম্পানি মাইক্রোসফট (Microsoft) nie এলো পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নতুন Windows অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ (Windows 11)। Windows 10 বাজারে আসার প্রায় ছয় বছর পর এলো Windows 11। গত 24শে জুন এই আপগ্রেডেড অপারেটিং সিস্টেম (OS) লঞ্চ করা হল মাইক্রোসফটের তরফে। নেক্সট জেনারেশন এই অপারেটিং সিস্টেম ইতিমধ্যেই চলে এসেছে স্টার্ট মেনু সেন্টারে। Windows 11-এর বিভিন্ন ফিচারস এবং লুকস্ -এ বড়সড় পরিবর্তন আনা হয়েছে।

features of new windows 11

কবে নাগাদ ব্যাবহার করতে পারবেন ইউজাররা?

মাইক্রোসফ্টের থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ২০২১ সালের শেষের দিকে ২৫ শে ডিসেম্বর নাগাদ অর্থাৎ বড়দিনের ছুটিতেই পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ ট্যাবলেট – সব ডিভাইসের জন্যই রোলআউট করা হবে উইন্ডোজ ১১। তাই, বড়দিনের উপহার হিসাবে ওই সময় থেকেই এই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন উইন্ডোজ ইউজারেরা।

নতুন ফিচার্স?

কি কি নতুন ফিচারস রয়েছে উইন্ডোজ ১১ ( Windows 11) তে। এই নতুন ভার্সনে রয়েছে নতুন থিম আর গ্রাফিক্স। পরিবর্তন করা হয়েছে টাস্কবারেও। আইকনকে নিয়ে আসা হয়েছে মাঝখানে। ফাইল ম্যানেজমেন্টের সুবিধার্থে এই অপারেটিং সিস্টেমে নানা ফিচার্স দেওয়া হয়েছে। পরিবর্তন করা হয়েছে উইন্ডোজ হ্যালোরও লুকেও।

যেমন নতুন পাবেন, তেমনই আবার গ্রাফিক্সও পেয়ে যাবেন। টাস্কবারে । তাতে, সেই সঙ্গেই আবার পরিবর্তন করা হয়েছে। ফাইলস সরিয়ে দিয়ে স্টার্ট মেনু নিয়ে আসা হয়েছে সামনে। রিসেন্ট ফাইল নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়। উইন্ডোস ১১ -তে একদিকে যেমন উইজেটসও রয়েছে, আর একদিকে ঠিক তেমনই আবার MacOS-এর মতো ডার্ক লুকের বার দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেখার দিক থেকেও উইন্ডোজ ১১ নজরকাড়া।

Related posts

লোকে তার স্বামীকে তার শ্বশুর ভাবে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পাকিস্তানি দম্পতির কাহিনী

News Desk

প্লাস-সাইজ ফিগারের মহিলাদের যৌনতা উপভোগের দুর্দান্ত পদ্ধতি! রইলো এক্সপার্টস টিপস্

News Desk

মেয়েকে নিজের কাছে রাখার জেদ নাকি অন্য কিছু… পাটনায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ঘিরে প্রশ্ন

News Desk