Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

লন্ডনগামী প্লেনে যাত্রীদের হানা দিল লাখ লাখ পিঁপড়ে! মাঝ আকাশে থেকে ফেরাতে হল বিমান

বিমানের গা বেয়ে উঠে এসেছে লাখ লাখ ছোটো পিঁপড়ে। আর এই অতি ক্ষুদ্র প্রাণীর উৎপাতেই টিকতে না পেরে শেষপর্যন্ত পাইলটকে মাঝ পথ থেকে বাতিল করতে হল বিমানযাত্রা। ফিরতে হল ফের। এমন ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে লন্ডনের পথে উড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমানে।

জানা গিয়েছে, যখন বিমান মাঝ আকাশে তখন বিমানের গা বেয়ে উঠতে থাকে পিঁপড়ে সারি। আর সেই উৎপাতেই মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় পাইলট। শেষমেষ বিমান পাল্টাতে বাধ্য হন তারা। যাত্রীদের নামিয়ে অন্য একটি বিমানে ওঠানো হয় সেই সব যাত্রীদের। এবং তারপরেই আবার শুরু করা যায় লন্ডনের উদ্দেশ্যে বিমান যাত্রা।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত সোমবার দুপুর ২টো নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমান লন্ডনের উদ্দেশে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিপাকে পড়েন সেই এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসের যাত্রীরা। একদম তাদের ছেঁকে ধরে পিল পিল করা পিঁপড়ে। পিঁপড়ের কামড় সহ্য করতে না পেরে বিজনেস ক্লাসের স্বাচ্ছন্দ্য সহকারে যাত্রা করতে আসা কোনও কোনও যাত্রী রীতিমতো কান্নাকাটিও জুড়ে দেন। যখন এমন পিপঁড়ার তাণ্ডব চলছে তখন সেই খবর পৌঁছায় পাইলটের কাছে। তিনি দ্রুত যোগাযোগ করেন দিল্লী বিমান বন্দরের এটিসির (ATC) সঙ্গে। এরপরই এটিসি’র তরফে বিমানটিকে নির্দেশ দেওয়া হয় লন্ডনের যাত্রা বাতিল করে দেওয়ার। পাশাপাশি পাইলটকে নির্দেশ দেওয়া হয় দিল্লী বিমান বন্দরে বিমানটি ফিরিয়ে আনার জন্য। জানা গিয়েছে, পিঁপড়ের কামড়ে নাজেহাল এই বিজনেস ক্লাসের যাত্রীদের মধ্যে ছিলেন ভুটানের রাজপুত্রও। তিনিও পিঁপড়ের হানার শিকার হন। এটিসির নির্দেশমতো কিছুক্ষণের মধ্যেই বিমানটি ফিরিয়ে আনেন পাইলট। তারপর যাত্রীদের নামিয়ে তাঁদের পিপঁড়া কামড়ানোর প্রাথমিক শুশ্রূষার ব্যবস্থা করে তাদের ফেরত পাঠানো হয়। এরপর যাত্রীদের অন্য একটি বিমানে উঠিয়ে তাদের গন্তব্য অর্থাৎ লন্ডনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে বিমান সংস্থা। শেষমেশ বিকেল ৫টা ১২ এর সময় যাত্রীদের নিয়ে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমান। ওয়াকিবহাল মহলের মতে, পিঁপড়ের জন্য বিমানের জরুরি অবতরণ করাতে হয়েছে এমনটা শোনাও যায় না! কেউ এর আগে এমনটা শুনেছেন বলে খুব একটা মনেও করতে পারেননি।

Related posts

কুকুর সাঁতার কাটতে পারদর্শী হলেও বিড়াল জল ছুঁতে চায় না! কেন এমন স্বভাব জানেন?

News Desk

ঘরের কোন দিকে আয়না লাগলে ফিরবে সৌভাগ্য! জেনে নিন বাড়িতে আয়না লাগানোর বাস্তু টিপস

News Desk

ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখার অভ্যেস থাকলে এখনই বন্ধ করুন! পড়তে পারে অশুভ প্রভাব

News Desk