Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশে করোনা অ্যাক্টিভ কেস দেড় লক্ষ পার, বাড়ছে মৃত্যুহার

গোটা দেশে আবার করোনার কারণে টালমাটাল অবস্থা । ২১০০০ পার করলো করোনার দৈনিক সংক্রমণ ! তারমধ্যে করোনার অ্যাক্টিভ কেস  দেড় লক্ষ এর গণ্ডি পার করলো । মৃত্যুহার বাড়লো শেষ ২৪ ঘন্টায় । কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যকে করোনা নিয়ে সতর্ক করল ।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী , দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২১,৪১১ জন। দেশের ৪ কোটি ৩৮ লক্ষেরও বেশি মানুষ করোনা সংক্রমিত। ৪.৪৬ শতাংশ দৈনিক পজিটিভিটি রেট। গত কয়েকদিনের মতো সংক্রমণের পাশাপাশি এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। দেশের ৬০০-র বেশি বেড়ে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ১০০। গোটা দেশে ০.৩৪ শতাংশ অ্যাকটিভ কেসের হার। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে যে , একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ভারতে ৬৭ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা দেশে ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭।

এখনও কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। যেমন মহারাষ্ট্রে শেষ একদিনেই সংক্রমিত আড়াই হাজারের বেশি। প্রাণ হারিয়েছেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতেও করোনা আক্রান্ত দু’হাজারের বেশি মানুষ।

এরমধ্যে সুস্থতার হার যথেষ্ট স্বস্তিদায়ক । পরিসংখ্যান বলছে , দেশে ৪ কোটি ৩১ লক্ষ ৯২ হাজার ৩৭৯ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২০,৭২৬ জন। ৯৮.৪৬ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, করোনার টিকার ডোজ দেশে দেওয়া হয়েছে ২০১ কোটি ৬৮ লক্ষেরও বেশি। প্রায় ৩৪ লক্ষ মানুষ গত একদিনে টিকা পেয়েছেন । ১৮ ঊর্ধ্বদের সংক্রমণ রুখতে বিনামূল্যে দেওয়া হচ্ছে বুস্টার ডোজও। করোনা রোগী চিহ্নিত করতে টিকাকরণের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।  ৪ লক্ষ ৮০ হাজার ২০২ জনের নমুনা পরীক্ষা হয়েছে গতকাল।

Related posts

ভারতের এই রাজ্যের নদীর জলে মিলল করোনার নমুনা!! চাঞ্চল্যকর দাবি গবেষকদের

News Desk

‘রোগাক্রান্ত’ বয়স্কদের আনন্দ দিতে আনা হলো স্ট্রিপার! অবাক কান্ড তাইওয়ানের নার্সিংহোম

News Desk

আপনার শরীরে কি এই লক্ষণগুলি দেখা যাচ্ছে, ভুলেও নেবেন না ‘করোনা ভ্যাকসিন’ , পড়ুন কেন

News Desk