Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সস্তির খবর! কোভিড টিকার স্বত্ব তুলে নিতে ভারতকেই সমর্থন আমেরিকার

বিশ্বজুড়ে স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে এই মহামারী (COVID-19) বিশ্বজুড়ে স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে। এই অবস্থায় আর কোনও উপায়ও থাকে না, ব্যতীক্রমী পদক্ষেপ করা ছাড়া ।
আমেরিকার (America) কোভিড ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা। বাইডেন-সরকার ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রস্তাবের সমর্থনেই সিলমোহর দিল। কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত ‘ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস’ (TRIPS), বাইডেন সরকার সাময়িক ভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে বিশ্বজুড়ে অনেক সহজ মূল্যে পাওয়া যাবে কোভিডের ভ্যাকসিন। মহামারীর সময় এই স্বত্বাধিকার নাগরিকদের সুরক্ষায় তুলে নেওয়া নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত।

ভ্যাকসিনের-দ্বিতীয়-ডোজ-যে-সব-বিষয়ে-সতর্ক-থাকা-আবশ্যক


প্রসঙ্গত গত বছর অক্টোবরে বিশ্ব বাণিজ্যিক সংস্থার (WTO) কাছে ভারত ও দক্ষিণ আফ্রিকা আবেদন জানিয়েছিল, পেটেন্ট বা মেধা স্বত্বাধিকার সাময়িকভাবে তুলে দেওয়া হোক টিকা তৈরির উপকরণের উপর । এতে সরবরাহ বাড়বে ভ্যাকসিনের ।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ক্যাথরিন তাই জানিয়েছেন, বিশ্বজুড়ে স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে এই মহামারী । এই অবস্থায় ব্যতীক্রমী পদক্ষেপ করা ছাড়া আর কোনও উপায়ও থাকে না। তিনি বলেন, “বাইডেন সরকার বিশ্বাসী বৌদ্ধিক সম্পদের সুরক্ষায়। কিন্তু মহামারীকে শেষ করতে হলে এই স্বত্ব সরানো দরকার কোভিড-১৯ ভ্যাকসিন থেকে ।” বাইডেন সরকারের এই সিদ্ধান্ত কিছুটা হলেও বিশ্ব বাণিজ্যিক সংস্থাকেও সুবিধা করে দিল ।
এখন বিশেষ কিছু দায়বদ্ধতার কারণে টিকা তৈরি করতে পারে না সব সংস্থা । যেসব সংস্থা ভ্যাকসিন তৈরি করেছে এবং এর গবেষণায় অর্থ ব্যয় করেছে, এখন টিকা তৈরি করতে পারে শুধু তারাই । এই স্বত্ব উঠে গেলে ভ্যাকসিন তৈরি করতে পারবে বিশ্বের বিভিন্ন দেশের সংস্থাগুলি । ফলে করোনামুক্ত করা যাবে ,টিকার ব্যাপক উৎপাদন ও দ্রুত টিকাকরণের মাধ্যমে বিশ্বকে । টিকার দামও করবে উৎপাদন বাড়ায় । ছোট রাষ্ট্রগুলিও এর উপকার পাবে । টিকাও কম দামে মিলবে।

Related posts

দিনমজুর থেকে ইউটিউবার হয়ে লক্ষাধিক আয় , রূপকথা কে হার মানাবে ইশাকের গল্প

News Desk

আর্থিক তছরুপের মামলায় অর্জুন সিং কে নোটিস সিআইডির, তলব ভবানীভবনে

News Desk

গতকালের তুলনায় ভারতে আবারও সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ , জানালো রিপোর্ট

News Desk